আমাদের কথা খুঁজে নিন

   

সা. ইন ফিচার রিকোয়েস্ট

বারব্যারিয়ান - প্রাচীন কালের কোন একটি সুসভ্য জাতীর (রোমান, গ্রীক, খ্রীষ্টান) বাইরের কোন গোষ্ঠীর সদস্য। সা. ইনে কেউ আপত্তিকর কোন পোষ্ট করলে সেটি রিপোর্ট করা যায়, কিন্তু কারো পোষ্টে কেউ আপত্তিকর মন্তব্য করলে সেটি রিপোর্ট করার কোন ব্যবস্থা নাই। অতিসত্ত্বর প্রতিটা মন্তব্যের নীচে "আপত্তিকর" লিংক যোগ করা হোক। এই ফিচারটি যারা চান, তারা মন্তব্যের ঘরে খোঁচা দেন। এছাড়া আরো দুটি ফিচার যোগ করা হলে সা. ইনের পরিবেশ আরো সুন্দর হবে। সেটি হলো - "সর্বাধিক পঠিত" এবং "সর্বাধিক মন্তব্যকৃত" দুটি পোষ্টের তালিকা। এই দুটি ফিচার যোগ করা হলে ব্লগে ঢুকে ফালতু পোষ্টগুলোর ভীর ঠেলে পড়ার মত কিছু ভালো পোষ্ট সহজেই খুঁজে নেয়া যাবে। ব্লগাররাও উৎসাহিত হবে ভালো কিছু লিখতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।