আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনের বারটন শহরে প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশী কাউন্সিলর সৈয়দ আনোয়ার হোসেন

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ইংল্যান্ডের শ্বেতাঙ্গ অধ্যুষিত বারটন শহরের অ্যাংগেলসি কাউন্সিলে প্রথমবারের মতো একজন ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নাম সৈয়দ আনোয়ার হোসেন। তাঁর এ বিজয়কে ব্রিটিশ বাংলাদেশীদের ব্রিটেনের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের একটি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ লেবার পার্টির সদস্য সৈয়দ আনোয়ার হোসেন মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একজন কর্মী। পেশাগত জীবনে তিনি আইন ব্যবসায় জড়িত।

তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার সৈয়দপুর গ্রামে। ফোর্সড ম্যারেজ এবং বর্ণবাদবিরোধী এই রাজনীতিবিদের হাউস অব কমন্সে এমপি নির্বাচিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে তার নির্বাচনী এলাকার মানুষ জানান। সৈয়দ আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরে ব্রিটিশ সরকাররে বৃত্তি নিয়ে ইংল্যান্ডের ডারবি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার বাবা মরহুম সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও মাতা জেবুন্নাহার চৌধুরী।

তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.