আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল কথনঃ নোকিয়া ১১০০, একটি অসাধারন জনপ্রিয় মোবাইল সেটের উদাহরন

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়া ১১০০। একটি অসাধারন জনপ্রিয় সেট।

নোকিয়া ২০০৩ সালের শেষের দিকে এই সেটটি বাজারে আনে যার আসল ভার্শনটিই তখন থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০ মিলিয়ন সংখ্যক বিক্রি হয়েছে, এছাড়া এর চায়না ভার্শন বা পরবর্তী এডিশনগুলো হিসেবে ধরলে এই সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন ছাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এর ডিজাইন করেন বুলগেরীয় বংশোদ্ভূত আমেরিকান মিকি মেহান্ডিইস্কি, যিনি সেই আমলে এই রকম একটি কালজয়ী ডিজাইন করার জন্য অবশ্যই প্রসংসার দাবিদার। বাংলাদেশে নোকিয়া ১১০০ এর প্রচলন শুরু হয় ২০০৪ সালে, তখন বাংলাদেশে এই সেট এতটাই জনপ্রিয় হয়েছিল যে মফস্বল এলাকার অনেক মোবাইলের দোকানে শুধুমাত্র একটি সেট দিয়েই দোকান সাজানো দেখা যেত। যারা গ্রামীণের ০১৭১৮ বা ০১৭১৪ অথবা বাংলালিংকের ০১৯১১ বা ০১৯১২ নাম্বার চালিয়েছেন তাদের অধিকাংশেরই এই মোবাইল চালানোর অভিজ্ঞতা দেখা যায়। এই সেটের বিক্রি এখনও হয় বলে ঢাকার বিখ্যাত মোবাইল মার্কেট মোতালেব প্লাজার কিছু দোকানদার জানিয়েছেন।

বিশেষত মোবাইলের ফ্লেক্সি ব্যাবসায়িরা এখন এই ফোনের প্রধান ক্রেতা, সাধারণত ভালো ব্যাটারি ব্যাকআপ আর দীর্ঘদিন নষ্ট হয় না বলে তারা এখনও এটিই তাদের পছন্দ বলে জানা গেছে। এর জনপ্রিয় হবার প্রধান কারন হিসেবে দেখা যায় এর আকর্ষণীয় আকৃতিটাকে। কারন তখন কার প্রচলিত নোকিয়া ৩৩১০ বা নোকিয়া ৫১১০ এর পর এই স্লিম স্মার্ট ছোটখাটো ফোনটিকে সবাই লুফে নেয়। আরেকটি কারন হল এর দীর্ঘস্থায়ীতা। এর বেসিরভাগ ব্যাবহারকারীই এর সার্ভিসে সন্তুষ্ট কারন এটি সহজে নষ্ট হত না এবং এর ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যেত।

এছাড়া এই সেটের অন্যতম ফিচার ছিল এর টর্চলাইট। কেননা মোবাইল ফোনে টর্চলাইটের ধারনা তখন তেমন একটা প্রচলিত ছিল না, যা সেই সময় ক্রেতাদের ভিতর ব্যাপক জনপ্রিয় হয়। এছাড়া এর কভার পাল্টানোর ফিচারটাও ব্যাপক জনপ্রিয়তা পায়, যার ফলে ক্রেতারা একটি ফোন কিনেই ভিন্ন ভিন্ন কেসিং লাগিয়ে অনেক রঙের মোবাইল সেট ব্যবহারের সুবিধা পায়। এছাড়াও এর গেমগুলো এবং এতে রিংটোন এডিট করার ফিচারগুলোও ভালো জনপ্রিয়তা পায়। পরবর্তীতে নোকিয়া এর সবুজ স্ক্রিন বদলিয়ে সাদা স্ক্রিন করে বাজারে নোকিয়া ১১০৮ ছাড়ে সেটিও তার পরবর্তী নোকিয়া ১১১০ আসার আগ পর্যন্ত ভালো বাজার পায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.