আমাদের কথা খুঁজে নিন

   

PD-PROXY এর স্পিড বাড়ান এবং কিছু সমস্যার সমাধান (যারা ফেসবুক ইউজ করতে পারছেননা তারাও দেখেন)

বিজ্ঞানী শিমুল প্রশ্নঃ ইদানিং pdproxy তে স্পিড একেবারে নেই বললেই চলে। তাই বলেকি এই সমস্যা দূর হবেনা? জিপিকে কি বাঁশ দেবনা? উত্তরঃ অবশ্যই দেব। অবশ্যই আমরা ভাল স্পিডে বাঁশ দেব। শুধুমাত্র সিম্পল একটা ট্রিক অবলম্বন করতে হবে। পিডিপ্রক্সি দিয়ে কানেক্ট দেয়ার পর আপনার ব্রয়উজারের নেটওয়ার্ক সেটিং-এ গিয়ে শুধু ম্যানুয়াল সেটিং-এ ইউজ করুনঃ >Tools >Options >Advance >Network >Settings >Manual proxy configaration>HTTP Proxy: 118.97.37.123 Port: 80 >Ok ব্যস আপনার কাজ শেষ।

যারা আইডিএম দিয়ে ডাউনলোড করেন তারাও আইডিএম সেটিং-এ গিয়ে একই প্রক্সি-পোর্ট দিন। অনেকে অভিযোগ করেছেন পিডিপ্রক্সির নতুন প্রক্সি দিয়ে ফেসবুকে ঢোকা যায়না। তারা এটা ফলো করুনঃ পিডিপ্রক্সি দিয়ে কানেক্ট দেয়ার পর মজিলা ব্রাউজার ওপেন করুন। প্রথমে এই সেটিংস দিয়ে ১০-১২ মিনিট অন্য যেকোনো সাইট ব্রাউজ করুন। >Tools >Options >Advance >Network >Settings >Manual proxy configaration>HTTP Proxy: 118.97.37.123 Port: 80 >Ok তারপর আবার নিচের সেটিংস দিয়ে দিন।

>Tools >Options >Advance >Network >Settings >No proxy >Ok তারপর ফেসবুকে লগইন করুন। ফেসবুকে লগইন হলে আবার আগের সেটিংস দিয়ে দিন। অর্থাৎ এটা দিনঃ >Tools >Options >Advance >Network >Settings >Manual proxy configaration>HTTP Proxy: 118.97.37.123 Port: 80 >Ok এখন থেকে আপনি নিশ্চিন্ত মনে পিডিপ্রক্সি দিয়ে ভালো স্পিডে নেট ব্রাউজ করতে পারবেন। সাথে সাথে ফেসবুকের সল্যুশনতো পেয়েই গেলেন। ।

সমস্যা হলে কমেন্টে জানাবেন। ভালো থাকেন আপনারা। ধন্যবাদ সবাইকে। পিডি প্রক্সি দিয়ে কিভাবে নেট ইউজ করতে হয় তা দেখুন এখানেঃ http://wp.me/p2uflI-24 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.