আমাদের কথা খুঁজে নিন

   

৭১ এর মানবতাবিরোধী দের নিয়ে আমার অপ্রকাশিত একখানা কবিতা

মানবতাবিরোধী সেই সব শকুন স্বাধীনতার চল্লিশ বছর পরও হিংস্রতার মুখ থেকে নিঃসৃত লালা আজও শুকায়নি । বেইমান,নির্লজ্জ পোষা কুকুরেরা মিশে গেছে মুক্তিকামীদের ভিড়ে । ওরা অপশক্তির আর্শ্চয্য আঁধার ওরা এখনও বক্তৃতা শেষে বলে স্বজ্ঞানে পাকিস্তান জিন্দাবাদ । এখন ও ওদের মস্তকে জিন্নাহ এর আদর্শ । মা, ও মা- তুমি কেন সে দিন বলেছিলে যা বাবা যা- ওদের বুক ছিঁড়ে হৃদপিণ্ডটা বের করে নেয়ে আয় আমি দেখতে চাই তোর বেয়নেটের মাথায় স্বাধীনতার রক্তিম সূর্য ।

আফসোস ! সেদিন তুমি যদি মাতৃস্নেহ আঁচলে লুকিয়ে রাখতে আমায় যদি বলতে আমার নাভি ছেঁড়া ধনকে অকালেই যরে যেতে দেব না । ওহ ! কেন ? কেন ? তুমি শুনেছিলে সাতই মার্চের রক্তে আগুন ধরানো জ্বালাময়ী সেই মহাকাব্য সেই ভাষণ । “রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো তবু এই দেসের মানুষ ক মুক্ত করে ছাড়বো” তুমি যদি বধির হতে তবে তাই ভাল ছিল । তুমি কি বলতে পার ? আমরা দৃপ্ত হস্ত কেনইবা করলাম সশস্র মা তুমি কি ওপার থেকে দেখো না এই দেশটাই ওই কুত্তা দের সাথে করছে কত খাতির সংসদ ভবন , ভিআইপি লাউঞ্ছ । আহা ! এই বুকটা ছিঁড়ে যায় যখন দেখি এই অভাগা জাতির শ্রেষ্ঠ সন্তানেরা ধুঁকে ধুঁকে মরে গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে, এখানে-সেখানে অথচ নির্লজ্জের মত ঐ কাপুরুষেরা- এখনও বলে স্বাধীনতায় আমরাও ছিলাম ! জানো-আর কত কী ? পল্টনে ওরা নাকি দিয়েছে মুক্তি বাহিনী সংসদ ।

জানো মা- ওই নরপশুদের আমরা সবাই ভয় পাই, এখনও ? নয়তো কী ? না হয় আজ ওদের নিয়ে দুটু কথা লিখতে গেলে আমার শব্দ ছয়নে এত সতর্ক দৃষ্টি দিতে হবে কেন ? তুমি আবার আসো না মা, আবার ফিরে আসো যুদ্দ যে এখনও শেষ হয়নি । পারবে তুমি ওদের বিচার টা করে যেতে জানি - তুমিও পারবে না ? আমি ভীত সন্ত্রস্ত অপরাধী । আমি লজ্জিত । শরীর হৃদয় দহনের জ্বালায় অস্থির অলস মস্তিষ্কে রক্তক্ষরন কিন্তু মা তোমাকে আসতেই যে হবে । ওদের বিচার যে করতেই হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।