আমাদের কথা খুঁজে নিন

   

এই জানোয়ারটাকে ধরিয়ে দিন। পুরস্কারঃ মানবতার জয়।

ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে নিশ্চয়ই টিভি চ্যানেলে দেখেছেন। না, ডিস্কভারি কিংবা জিওগ্রাফিতে নই; দেখেছেন কিছু বহুরূপী চ্যানেলে। মূলত যুদ্ধের পূর্বের এই মহিষটা হায়েনা হয়ে উঠে যুদ্ধের সময়। রাজাকার, আল্বদর, আলসামস বাহিনী গঠন করে হত্যা, ধর্ষণ, লুটপাট সহ এমন কোন কাজ ছিলনা যা এই মহিষ বংশউদ্ভূত হায়েনাটা করেনি। যুদ্ধের পরে এই হায়েনা হয়ে যায় কুকুর এবং বর্তমান সময়ে এই শুয়োরটাকে শিয়াল রুপেই পরিচয় দেয়া যায়। ছলচাতুরীর আশ্রয় নিয়ে একে একে ৫ টি এনজিও এর নিবন্ধন নিয়ে চুরি করেছে কোটি কোটি টাকা। আমরা এই জানোয়ারটার নির্বিচারে ফাঁসি চাই। সামান্য অপরাধে যেখানে আজ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝাঁজরা হয়ে যাচ্ছে সেখানেকি আমাদের এই চাওয়া অন্যায় কিছু?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।