আমাদের কথা খুঁজে নিন

   

"মুহাম্মাদ[সা] কি সৃষ্টি না করলে আল্লাহ্‌ কিছুই সৃষ্টি করত না" সত্যি নাকি মিথ্যা??

ইসলামিক জ্ঞান এর প্রসার, ধর্মীও অপব্যাখা দমন, কু সংঙ্কার এর মূল উৎপাটন এর লক্ষে পরিচালিত। কোন রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত না। আমারা আবেগপ্রবন ও হুজুগপ্রেমি। বিশেষত ধর্মের ক্ষেত্রে আর কিছু না থাকুক আমাদের আবেগের কোন কমতি নাই। নামাজ পড়ি না তো কি হইছে? রাসুলের দাড়ি[নকল] দেখেই , মুরগির গায়ে আল্লাহ্‌ লেখা দেখেই আমরা আমাদের LUCKY মনে করি, আহা কি মনরম!! কি মিরাকেল! অথচ আল্লাহ্‌ যে কুরআন কে মিরাকেল হিসেবে নাযিল করেছেন সেই মিরাকেল আলমারির ওপর কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে,বাহ! আমাদের সমাজে বহুল প্রচলিত একটা বক্তব্য "মুহাম্মাদ[সা] কি সৃষ্টি না করলে আল্লাহ্‌ কিছুই সৃষ্টি করত না"।

অনেক হুজুর,অনেক পাঞ্জেগানা বই, ইত্যাদি জায়গায় এই বক্তব্য দেখতে পাওয়া যায়। কিন্তু খেয়াল করে দেখেছেন তারা কুরানের কোন আয়াত quote করেছে কিনা? বা হাদিসের কোন রেফারেন্স? নাহ! জীবনেও তারা করেনি। করতে পারেনি,কারন এ রকম কোন আয়াত বা সাহিহ হাদিস এর কোন অস্তিত্ব নেই। যখন কুরআন হাদিসের কোথাও এই কথা বলা নেই তাহলে আমরা কিসের জন্য এই রকম মনগড়া কথা বলব? কেন ? আল্লাহ্‌ সোজা ভাবে বলে দিয়েছেন কুরানে যে আল্লাহ্‌ কেন সব কিছু সৃষ্টি করেছেন " আমি জীন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাত করার জন্য"[সুরা জারিয়াত আয়াত নং ৫৬] মনে রাখবেন আল্লাহর আমাদের ইবাদাতের কোন দরকার নাই,তিঁনি আমাদেরটা খানও না পরেনও না, ইবাদাত হল আমাদের জন্য পরীক্ষা। যাই হোক আল্লাহ্‌ বলে দিয়েছেন যে তিনি কেন সব কিছু সৃষ্টি করেছেন, এবং মুহাম্মাদ [সাল্লালাহু আলায়হি ওয়া সাল্লাম] আল্লাহর প্রেরণ কৃত শেষ নাবি এবং রাসুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।