আমাদের কথা খুঁজে নিন

   

এক বছরের ব্লগীয় আমলনামা - বর্ষপূর্তি পোস্ট

Footprint of a village boy! গত বছরের শুরুতে খুঁজ পেয়েছিলাম এই ব্লগের। দুই মাস ব্লগ পড়ার পর এই নিক খুলেছিলাম। আমার ব্লগে প্রথম মন্তব্য করেছিলেন স্বপ্নবাজী, অনেক ধন্যবাদ তাকে। তারপর বেশ কয়েক জন এই ব্লগ দেখেছেন, পড়েছেন, মন্তব্য দিয়েছেন। ওয়াচে থাকার সময় মিথী মারজান, আরজু পনি এবং ছাইরাছ হেলাল উৎসাহ দিয়েছেন ব্লগ লিখতে ও নিয়মিত এসেছেন এই ব্লগে।

আস্তে আস্তে আরো কিছু মানুষের সাথে পরিচয় হল, চিন্তা ও ভাবের আদান প্রদান হল। সবার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা। ওয়াচে থাকা অবস্থায় কেটে গেছে ৮ মাস, মডুরা তখনো আমাকে নিরাপদ ভাবতে পারেননি। খবর জানলাম ১৯ ডিসেম্বর ২০১১ তৃতীয় বাংলা ব্লগ দিবস, যাব কিনা ভাবছিলাম। পর্যবেক্ষনে থাকা কেউ এরকম অনুষ্ঠানে যাবে - ব্যাপারটা অপ্রত্যাশিত।

কেউ তো আমাকে চেনেন না, অবশেষে ছাইরাছ হেলাল ভাই এর ভরসা পেয়ে চলে গেলাম সেখানে। কেউ চেনেনা আমাকে, আরজু পনি আপু কেমন করে যেন চিনে ফেললেন। অনেক অবাক হয়েছিলাম সেদিন। ২৩ ডিসেম্বর ২০১১ জানা আপা এই ব্লগে ব্লগিং করার সুযোগ করে দেন, ব্লগিং করার সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সেফ ব্লগার হিসেবে ২৩ ডিসেম্বর ২০১১ সিনেমাখোরদের আড্ডায় উপস্থিত হলাম, অনেক মজা হল সেদিন।

জীবনে প্রথম এত বড় এক আড্ডায় অনেক সময় নিয়ে অংশ নিলাম। এরপর ব্লগারদের পিকনিকে অংশ নিলাম; খুব মজা করে দিনটি কেটেছিলো সেদিন। সেফ হয়েছিলাম ৮ মাস ২ সপ্তাহ পর; কিন্তু পোস্ট প্রথম পাতায় যাচ্ছিলো না। সে সুযোগ পেলাম ২৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে। সে হিসেবে আমার ব্লগিং বয়স মাত্র দুই মাস।

যাই হোক, ২৪শে ফেব্রুয়ারি ২০১২ বাঙলা ব্লগারদের মিলন মেলায় চলে গেলাম। বিকেলের সে আড্ডায় অংশ নিলাম, ভালই লেগেছিলো। ছবিগুলো ব্লগারদের দেয়া পোস্ট থেকে নেয়া। ভবিষ্যতে এমন আড্ডা গুলোতে যাওয়া হবে কিনা জানিনা, তবে এই আয়োজন গুলোতে অংশ গ্রহণ করে সত্যিই আনন্দিত। এক বছর অনেক দীর্ঘ সময়; বিশেষ করে ৮ মাস ২ সপ্তাহের পর্যবেক্ষণ কাল।

সামুতে প্রত্যাশিত ছিলাম না কখনো; তবুও সব প্রতিকূলতা ভেঙে এর ক্ষুদ্র অংশ হয়েছি নিজের চেষ্টায়। এটা আমার জয় হিসেবেই দেখি এবং এই জন্য গর্বিত। ব্লগার বন্ধুদের টানে চলে যাওয়া হয়নি, এখনো রয়ে গিয়েছি। বন্ধু যেমন পেয়েছি, শত্রুও পেয়েছি। ভালবাসা, ঘৃণা, অপমান, গালাগালি সবই পেয়েছি।

ব্লগ থেকে জানতে ও শিখতে পেরেছি অনেক কিছু, সময়ও দিয়েছি প্রচুর। সব মিলিয়ে এখন আর ভাল লাগে না আগের মতোন, অনেক কিছু জেনে ও বুঝে ফেলার এ এক মহা সমস্যা। সাধারণদের ব্লগিং এর পরিবেশ নিশ্চিত করা গেলে ব্লগে খারাপ লাগার কিছু নেই। নিঃসন্দেহে সিন্ডিকেটিং ও গ্রুপ ভিত্তিক নোংরা ব্যক্তি আক্রমণ এবং এসব বিষয়ে মডারেশনের ভূমিকা সুস্থ ব্লগিং চর্চার অন্তরায়। এক বছরে বেশ কিছু পোস্ট দিয়েছি, মাত্র কয়েকটি ছাড়া বাকিগুলো প্রথম পাতার মুখ দেখেনি।

কিছু পোস্টের লিঙ্ক এখানে দিচ্ছি - গদ্য: ১। রাত জাগা তারার গল্প ২। মুক্তি ৩। গল্প: ঈশ্বরের সাথে একদিন ৪। ধান অথবা প্রাণ পদ্য: ১।

ভালবেসে গোপনে ২। জলের খেলা ৩। একটি কবিতা ও একটি সংগৃহীত ছবি ৪। ব্লগার ৫। নবজাগরনের গান ফটোগ্রাফী: ১।

গারো পাহাড়ের দেশে ২। আমার মোবাইলে ফটোগ্রাফীর চারটি পোস্ট একসাথে। পড়াশুনা: ১। বিসিএস পরীক্ষা প্রস্তুতির জন্মকথা সংকলন: ১। মুক্তিযুদ্ধ ১৯৭১; মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩০০টির অধিক পোস্ট লিঙ্ক নিয়ে তৈরী হল সামহোয়্যার ইন ব্লগ মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ তথ্য ভিত্তিক বিশ্লেষণ: ১।

বাঙলার স্বাধীনতা আনলো যারা ২। বাসন্তিক বিষুবন, ২১ মার্চ দিন-রাত সমান। সাথে আরো কিছু তথ্য। আমার সংগৃহীত ভাললাগা: ১। বিভিন্ন কবির নির্বাচিত ৬২টি কবিতা নিয়ে নির্বাচিত কবিতা সমগ্র ২।

মন খারাপের একেকটা দিন......মন ভাল করার চারটি সংগৃহীত ছবি ব্লগ। ৩। রান্না বান্না কালেকশন - অবিবাহিত ভাইদের জন্য এক বছরে প্রিয়তে রাখা পোস্টগুলো বাছাই করে কয়েক দিন পর পঞ্চাশ তম পোস্ট দিব। বছর জুড়ে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।