আমাদের কথা খুঁজে নিন

   

আজ মুখোমুখি এসি মিলান-বার্সেলোনা!

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা পড়ুন >> আইপিএল এর উদ্বোধন আগের মতই বলিউডময় কোলকাতার হয়ে শিরোপা জিততে চাইঃ সাকিব আল হাসান (সাক্ষাতকার) কোন সহানুভূতি নেই আমিরের জন্য! এসি মিলান কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রি মঙ্গলবারের মহারণে বার্সেলোনাকেই এগিয়ে রাখলেন। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ের দ্বিতীয় লেগে বার্সেলোনার মাঠে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে এসি মিলান। প্রথম লেগ গোলশুন্য ড্র হওয়ায়, দ্বিতীয় লেগে কোনো দলই পিছিয়ে নেই। মিলান বিমানবন্দরে ফ্লাইট দেরী হওয়ার কারনে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ পান আল্লেগ্রি। তিনি বলেন, "আমরা যথেষ্ঠ সময় পাইনি খেলার জন্য কৌশলগত প্রস্তুতি নেবার কারন আমরা প্রতি তিনদিনে একটা করে ম্যাচ খেলেছি।

" "বার্সেলোনা এখনো বিশ্বের সেরা দল কিন্তু আমাদের আগামীকাল রাতের ম্যাচের জন্য আলাদা কিছু দেখাতে হবে যেটা আমাদের উতরে দেবে। আমি জানি বার্সা তাদের সেরাটাই খেলবে। আমি খেলার চূড়ান্ত স্কোরের ব্যাপারে খুব বেশি ভাবছিনা, এটা 0 – 0 হতে পারে এবং খেলা পেনাল্টিতে গড়াতে পারে। এটা হওয়াটা অস্বাভাবিক না। " এদিকে বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাও তার দলকে নিয়ে আশাবাদী।

তবে তিনি কিছুটা সাবধানী থাকছেন। তিনি তার খেলোয়াড়দের কমপক্ষে দুটি গোল করার কথা বলেছেন। কারন তার শঙ্কা এসি মিলান গোল করে ফেলতেও পারে। তিনি বলেন, "আমি ভেবে নিচ্ছি যে, মিলান আমাদের সাথে গোল করতে পারে। এই কারনে আমাদের আক্রমন হতে হবে শানিত এবং যথাযোগ্য সুযোগ তৈরী করতে হবে।

" মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা আর এসি মিলান মূল রিপোর্ট পড়ুন এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।