আমাদের কথা খুঁজে নিন

   

দেশ প্রেমিকের অভাব নেই

মনেরমত শুধু একটি জীবন (পূর্ব প্রকাশের পর) "দেশ প্রেমিকের অভাব নেই দেশ সেবকের বড়ই অভাব" মুন্তাসির মামামুনের লিখা উক্ত কলামটি দীর্ঘ দিন পর মনে পরে গেল কেন বার বার? আমাদের দেশের বর্তমান অবস্থা দিন দিন যে ভাবে গভির সঙ্কটের দিকে ধাবিত হছে তাতে মনে আশংকা জাগে দেশ কি সত্যি সত্যি মানুষের বসবাসের অনুপযোগী ভুমিতে পরিনত হবে। আমি নিজেও একজন দেশ প্রেমিক দেশের সেবা করার ক্ষুদ্র এই সুযোগ মানে মনের কথা গুলো লিখে কিছুটা তৃপ্তি বা প্রশান্তি পেতে চাই। যে কথা বলছিলাম সিস্টেম ভেঙ্গে নতুন বা আধুনিক সিস্টেম চালু করতে হবে বিদেশের মত। এখানে আইন ভীষণ কঠিন এবং কড়া মানুষকে বাধ্য করা হয় আইন মানতে। এখানের সিস্টেমই এমন ভাবে গড়া যে বাধ্য হতে হয় আইন মানতে। দেশের পরিচালক শ্রেণী চাইলে প্রয়োজন মত আমদানি করতে পারেন এমন কিছু তথ্য যা দেশ ও দশের মঙ্গল বয়ে আনতে পারে। আনুকরন আনুসরন ভালো হলে সেটা গ্রহন করা সমুচিত। (চলবে, আগামি লিখায় চোখ রাখুন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।