আমাদের কথা খুঁজে নিন

   

এই ! ধ্রুবতারা হতে চাও না কি ধূমকেতু ? // আবদুল্লাহ-আল-মাসুম

এই ! ধ্রুবতারা হতে চাও না কি ধূমকেতু ? সম্পূর্ণ আকাশ চমকে দিয়ে মূহুর্তে হারিয়ে যাবে কালের নিয়মে - এই কি ছিলো তোমার আরাধ্য বাসনা ? ভুস করে ভেসে উঠে একটা সাবমেরিণের মতো ফুস করে জেগে উঠে একটা স্বল্পায়ু মায়া-দ্বীপের মতো- তুমি হারিয়ে যাবে অনন্তের নীরিখে- জাদুঘরের রুপালি ফিতায় ? এই কি তুমি চেয়েছিলে ? অমরত্বের জাদুবাঁশি মোহনীয় সুরে কি তোমায় ডাকে নি তার স্বর্ণ - মন্দিরে ? তাহলে চূড়ায় ওঠার আগেই কেন ফিরে এলে কা পুরুষের মতো ? ওপরে উঠতে গিয়ে এখনো কেন দেখতে হয় মেঘের থমথমে মুখ, ঘাড় উঁচু করে ? কেন তুমি এখনো পারো নি আঁকতে তোমার পথ মেঘের চাদর বিছিয়ে ? এই , তুমি কি ধ্রুবতারা হতে চাও না ধূমকেতু ? ক্ষণিকের চমক না কি স্থায়িত্ব ? এখনো কেন কয়েক ফিটের শরীর ছাড়িয়ে লক্ষ কোটি মাইল জুড়ে চেতনায় বিস্তৃত হতে পারো নি ? তুমি কি মুখোশের আড়ালে খেলছো প্রতিভা -প্রতিভা চড়ুইভাতি ? একটি দৃশ্যে লটকে থেকো না.. পূর্ণাঙ্গ চলচ্চিত্র তোমাকে চায়। তুমি উঠে এসো তারাদের বাগানে- উঠে এসে অর্থনীতির মূলে বা প্রাণে। তুমি উঠে এসো সুরের দ্যোতনায়] উঠে এসো কাব্য বেদনায়। উঠে এসো প্রযুক্তিতে- চেতনার তীব্র কড়া মুক্তিতে। উঠে এসো ধর্ম আর বিজ্ঞানে- উঠে এসো তুমি, সব, সবখানে। রাজনীতি আর কেমেষ্ট্রিতে- সব জুলুমের ঠিক বিপরীতে। মহীসোপানের সমুদ্র সীমায়- স্যাটেলাইটের তরঙ্গ-ভাষায়। সাধনার গভীর সমুদ্রে এক ডুব দিয়ে তুলে আনো দূর্লভ ঝিনুক- লব্ধ ধন , মানুষকে দেবে কল্যান আর শান্তির প্রতীক স্বরুপ বিশ্ব তোমাকে চিনুক। এই , তুমি কি ধ্রুবতারা হতে চাও না ধূমকেতু ? ক্ষণিকের চমক না কি স্থায়িত্ব ? আরো একবার ভেবে দেখো তোমার গন্তব্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।