আমাদের কথা খুঁজে নিন

   

।। কুপিবাতিগুলো ।। আল সাদিক আল রাদি ।।

বাঙলা কবিতা । । কুপিবাতিগুলো । । আল সাদিক আল রাদি ।

। =========== জলের ভেতরে তোমার পরিপার্শ্বের নির্জনতায় সেই আগুনের মধ্যে যা নৈকট্য আনে আমাদের আমি ছুটে আসি- আর মাত্র তুমিই তো আহ্বান জানাতে পারো আমাকে! ---------- বসন্তদিনের মধ্যে গেঁথে যায় এক পাখি বর্শা-ফলার ক্ষিপ্রতায় তোমার দৃষ্টি উদ্ভাসিত করে তার গোপনতা একটা চুম্বন চুষে খায় রঙধনুকে বৃষ্টি ঝরতে থাকে বৃষ্টির মতো কিন্তু পথগুলো স্বজন ও বন্ধুশূন্য বহু দূরে ছড়ানো ছিটানো বাড়িঘরে নিভে আসে কুপিবাতির আলো আর ওইসব ফাঁকা নির্জন ঘরে ঘরে প্রতিধ্বনিত হয় হৃত-হৃদয়ের হাহাকার! আশীর্বাদ করো ওদের, যারা ছেড়ে চলে যায় আর বাকিটা জীবন বেঁচে থাকে ভাগ্যের জোরে ---------------------- আল সাদিক আল রাদি(১৯৬৯-): আরবী ভাষী আফ্রিকান কবি। জন্ম ১৯৬৯ সালে, সুদানের খার্তুমে। সেখানেই বসবাস করেন। তার ৫টি কবিতা সংকলন একাধিক ভাষায় অনুদিত ও মুদ্রিত হয়েছে।

---------------- রহমান হেনরী @ ৩০ মার্চ ২০১২ -------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।