আমাদের কথা খুঁজে নিন

   

দূর থেকে কম্পিউটার নিয়ন্ত্রণ

অনেক সময় দূরবর্তী স্থান থেকে কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন কারিগরি সমস্যার সমাধান করার দরকার পড়ে। টিম ভিউয়ার নামের ছোট একটি সফটওয়্যার দিয়ে দূরের যেকোনো কম্পিউটার নিজের নিয়ন্ত্রণে নিয়ে খুঁটিনাটি নানা সমস্যার সমাধান করা যায়। এটি দিয়ে একই সঙ্গে অন্য কম্পিউটারের তথ্য বা ফাইল দ্রুত স্থানান্তর, একে অপরের সঙ্গে কথা বলা (ভিওআইপি) ও দলগত (নেট মিটিং) কাজ করা যায়।
সফটওয়্যারটি www.teamviewer.com/en/ download/windows.aspx ওয়েব ঠিকানা থেকে নামিয়ে নিয়ে নিজের কম্পিউটার ও অন্য যে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে চান, সেটিতে ইনস্টল করে নিন। ইনস্টল শেষে টিম ভিউয়ার চালু করে Computers & Contacts-এ ক্লিক করে Signup বোতাম চেপে নিজের কম্পিউটার ও অপর প্রান্তের কম্পিউটারের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে।


এরপর Allow Remote Control-এ আপনার কম্পিউটারের অস্থায়ী পরিচিতি (আইড) ও পাসওয়ার্ড দেখা যাবে। Partner ID-তে অপর প্রান্তের অস্থায়ী আইডি দিয়ে Connect to partner বোতামে ক্লিক করে ওই কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে Log On বোতাম চাপলে এ প্রান্তের কম্পিউটারের সঙ্গে অপর প্রান্তের কম্পিউটার সরাসরি সংযুক্ত হবে। সংযোগ সফল হলে নিচে Ready to connect-এ সবুজ আলো দিয়ে তা জানিয়ে দেবে। ইন্টারনেট সংযোগ যত দ্রুত হবে, তত দ্রুত অপর প্রান্তের কম্পিউটারে কাজ করা যাবে।
ফাইল স্থানান্তরের জন্য Remote Control ট্যাব থেকে File Transfer-এ ক্লিক করে সহজে ফাইল স্থানান্তর করা যায়।

কথা বলার জন্য কম্পিউটারে হেডফোন সংযোগ করে টিম ভিউয়ারের Remote Control Window-এর Audio Video থেকে Voice over IP-এ ক্লিক করে মাইক্রোফোনের ভলিউম নির্ধারণ করে দিন। Transmit my audio now-এ ক্লিক করলে কথা বলার জন্য অডিও স্থানান্তর হতে থাকবে। শেষ করার জন্য Stop audio transmission-এ ক্লিক করতে হবে।
এ ছাড়া নিজের কম্পিউটারের ব্যক্তিগত তথ্য যাতে অন্যের নজরে না পড়ে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা যায়। Authentication ডায়ালগ বক্স থেকে Access control-এ ক্লিক করে কোনো কোনো কাজের অনুমোদন দেবেন, সেটি নির্ধারণ করে দেওয়া যায়।

টিম ভিউয়ার এন্ড্রয়েড-চালিত মুঠোফোনেও ব্যবহার করা যায়। —রাকিবুল হাসান।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।