আমাদের কথা খুঁজে নিন

   

সাহারা খাতুন'স ল ও ঝনপ্রিয় মাহফুজুর রহমান

অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে..... ## বিজ্ঞানী শ্রডিঞ্জার কি যেন একটা সূত্র দিয়েছিলেন। জনৈক বিড়াল বাক্সবন্দী অবস্থায় মৃত্যুবরন করলেও যতক্ষননা আমি বা আপনি বাক্স খুলে অই বিড়ালটারে না দেখছি অথবা কেউ দেখেছে তার কাছ থেকে শুনে শিউর হচ্ছি ততক্ষন পর্যন্ত উক্ত বিড়াল আমাদের কাছে জীবিত। মহান মানুষের এভাবেই যুগে যুগে কালজয়ী সূত্র বা ধারনা দিয়ে গেছেন তা আসলে আমাদের মতন ম্যাংগো পাবলিকের জন্য বোঝা বড়ই দুষ্কর। আমাদের সর্বকালের সেরা মনকাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ছাহাড়া খাতুন তেমনি নিজের মনের অজান্তেই কালজয়ী সূত্র প্রদান করে দিয়েছেন। এতদিন আমরা জানতাম কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল অসীম।

যেমনঃ ১০/০=infinity. সাংবাদিক সাগর রুনী হত্যকান্ডের পর মন্ত্রী বেশ প্রদীপ্ত ঘোষনা দিয়েছিলেন, ৪৮ ঘন্টার মঝে হত্যাকারীর ১৮ গুষ্টি উদ্ধার করে ছাড়বেন। সেই ৪৮ ঘন্টা আজ অসীমের পথে ধাবমান। যারা বুঝে তারা ইশারাতেই বুঝে ফেলে। এ থেকে প্রমানিত হয়ে গেলো infinity=৪৮ ঘন্টা। মানে সাহারা’স ল অনুযায়ী, যেকোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল ৪৮ ঘন্টা হইবেক।

বাহবা সাহারা আফা!! ## যে দিনকাল পড়েছে, প্রতিদিন অফিসে যাবার সময় দেখি কারেন্ট নাই। বাসায় ফিরে দেখি কারেন্ট নাই। ঘুমানোর সময় হলেই কারেন্ট উধাও। আবার ঘুম থেকে উঠেও তার দেখা পাওয়া যায় না। এই কারেন্ট বিহীন জীবনে যেকয় ঘন্টা কারেন্ট থাকে, সেই দুর্লভ কিছু মূহুর্তে একদিন টিভি খুলে দেখি , এ সময়ের ঝনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমানের এমি এওয়ার্ড প্রাপ্ত এটিএন জামাই মাহফুজর রহমান কিছু বলতে চেষ্টা করছেন।

পরে বুঝলাম তিনি গান গাইছেন। কি অসাধারন সে ভঙ্গীমা। ঝনপ্রিয়তায় যে ইভাকে পেছনে ফেলে দিতে পেরেছেন তা ফেসবুক-ব্লগ ঘাটলেই বোঝা যায়। যাক, এবার আরেকটা এমি এওয়ার্ড মনে হয় পামুই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.