আমাদের কথা খুঁজে নিন

   

আইনস্টাইনের ব্রেনের প্রদর্শন যুক্তরাজ্যে

বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... মানবজমিন ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাজ্যে মহাবিজ্ঞানী ড. আলবার্ট আইনস্টাইনের ব্রেন (মস্তিষ্ক) প্রকাশ্যে প্রদর্শন করা হচ্ছে। আইনস্টাইন ১৯৫৫ সালে যখন ৭৬ বছর বয়সে মারা যান তখন তার ব্রেন কয়েক ভাগে ভাগ করা হয়। তার দু’টি অংশ এবার লন্ডনের ওয়েলকাম কালেকশনে প্রদর্শন করা হচ্ছে। এ প্রদর্শনীর নাম দেয়া হয়েছে- ব্রেনস: দ্য মাইন্ড অ্যাজ ম্যাটার। বিখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেন প্রদর্শনের পাশাপাশি এতে প্রদর্শিত হচ্ছে কুখ্যাত এক হত্যাকারীর ব্রেন।

বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী স্যার চার্লস ব্যাবেজের ব্রেনও। এই প্রদর্শনীতে আইনস্টাইনের যে দু’টুকরো ব্রেন প্রদর্শিত হচ্ছে তা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মিউটার মিউজিয়াম থেকে ধার করে আনা হয়েছে। মিউটার মিউজিয়ামেই প্রথম গত বছর আইনস্টাইনের এই দু’টুকরা ব্রেন জনগণের জন্য প্রদর্শন করা হয়। বিখ্যাত এই বিজ্ঞানী মারা যাওয়ার পর তারই ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। তারপর ছাইভস্ম ছড়িয়ে দেয়া হয়।

তার আগে তার ব্রেন আলাদা করে রাখা হয়। তিনি মারা যাওয়ার পর তার পোস্টমর্টেম করেছিলেন প্যাথলজিস্ট থমাস হারভে। তিনি দাবি করেন, আইনস্টাইনের পুত্র তাকে তার পিতার ব্রেন গবেষণার জন্য সংরক্ষণ করার অনুমতি দিয়েছেন। কিন্তু তার এ দাবি নিয়ে নানা বিতর্ক আছে। আইনস্টাইনের ব্রেন নিজের কাছে রেখে তিনি তা ২৪০টি টুকরায় ভাগ করেন।

তারপর তা তার বাড়িতে একটি পাত্রে ফরমালডিহাইড্রেড দিয়ে সংরক্ষণ করেন। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।