আমাদের কথা খুঁজে নিন

   

১ মে বিশ্ব থমকে যাবে

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে... ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। কিন্তু এবার শ্রমিকদের সাথে যুক্ত হবে অকুপাই ওয়াল স্ট্রীটের বিক্ষোভকারীরা। no work no chores no banking no shopping no school ধর্মঘটের এই আহবান ছড়িয়ে পড়ছে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ সাইট গুলিতে। অকুপাই ওয়াল স্ট্রীট’ আন্দোলনের শুরু হয় যুক্তরাষ্ট্রে গত ২০১১ সালের ১৭ সেপ্টেম্বর। ওয়ালস্ট্রিট যেমন দুনিয়া জুড়ে অর্থনৈতিক আধিপত্য চালায়, তেমনি ওয়ালস্ট্রিটের বিক্ষোভ ছড়িয়ে পড়ে দুনিয়া জুড়ে। ‘১৫ অক্টোবর ২০১১ বিশ্বের ৯০০-র বেশি শহরের রাস্তায় অবরোধে নেমে পড়েন বিক্ষোভকারীরা। ধরপাকড়ের মাঝে গোটা আমেরিকা জুড়ে চলতে থাকে আন্দোলন। সম্প্রতি ১ মে ধর্মঘটের আহবান করেছে বিক্ষোভকারীরা। পুঁজিবাদের মগজে ১ মের ধর্মঘটে লঙ্কাকান্ড ঘটবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। May Day 2012 Promo Video তথ্য ও ছবিসূত্র ১. অকুপাই ওয়াল স্ট্রীট ফেসবুক পেজ - লিংক ২. অকুপাই ঢাকা- লিংক ৩. অকুপাই ১ মে ওয়েবসাইট - লিংক  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।