আমাদের কথা খুঁজে নিন

   

৩০ সেকেন্ড

ম্যাংগো পাবলিক আর মাত্র ৩০ সেকেন্ড... ... ... "আবির জলদি!!! বাঁচাও প্লিজ!" গেটটা উল্টো চাপে আটকে গিয়েছে, খুলা যাচ্ছে না কিছুতেই। ধাক্কা দিলেও নড়ছে না, টানলেও না। উল্টে যাওয়া গাড়ির দরজা খুলা অসম্ভব কঠিন... গেট খুলার কলকব্জা সব উলটা ভাবে কাজ করবে... ঠান্ডা মাথায় যা করতে কয়েক সেকেন্ড লাগতো বড়জোর, ১০ সেকেন্ডেও সেটা করা যাচ্ছে না এখন... "এভাবে না... এভাবে মরতে পারি না... প্লিজ জলদি কর আবির!!!..." আর মাত্র ২৫ সেকেন্ড... "আবির আমাকে বাঁচাও প্লিজ!!!" একটু দূরে মানুষের ভাল জটলা বেধেছে... বাস্তব জীবনে এমন ভীতিকর দৃশ্য হজম করতে সাহস লাগে - তাই এত দূর থেকে দেখা। কেউই এগিয়ে এসে সাহায্য করে দৃশ্যটাকে মাটি করতে চাইছে না... "আবির!!!!!!!!............" ট্রেন লাইনে উল্টে পরা গাড়ি থেকে কাউকে বের করে আনার দুঃসাহস কেউ দেখাতে রাজি নয় এখন... আর মাত্র ২০ সেকেন্ড... যাক, গাড়ির দরজা খুলা গেল কোনমতে! কিন্তু অহনার ডান হাত ডান পা ভিতরে আটকে গিয়েছে বেকায়দায়... "অহনা, পা টা একটু ঘুরিয়ে আনার চেষ্টা কর জলদি!" "পারছি না আবির! আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও!!!..." আর মাত্র ১৫ সেকেন্ড... ট্রেন চলে এলো বলে... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... "এই শুনো, যদি আমি আগে মরে যাই, তবে তুমি কি করবা?" "ওরে পাগলি, এমন সুন্দর একটা সময়ে তোমার এই কথা বলতেই হবে?!!? আজিব তুমি..." "বলো না প্লিজ!" "কেন, দুনিয়ায় সুন্দর সুন্দর কথা বলার মত জিনিসের আকাল পরেছে?" "হ্যাঁ পরেছে, এবার বলো না প্লিজ!" "হুম... তখন প্লাস্টিকের ফুল কিনে এনে তোমার কবরে দিয়ে আসবো..." "আহা, কখনো যেন না শুকায় সে ফুল, সেই চিরকালীন রোমান্টিক আইডিয়া..." "আরে নাহ, আসল ফুলের দাম বেশি..." "তোমারে মাইরের কাম! সিরিয়াস কথা জিজ্ঞেস করলেও ফান করতে হবে তোমার! ফাজিলের একশেষ!!!" "হা তো? আমার এইসব "হাইপোথিটিকাল সিরিয়াস" কথা ভাল্লাগে না। আমি কি করবো তাইলে? হেহ..." ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... আর মাত্র ১০ সেকেন্ড... "আবির.................." ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... "আচ্ছা, সেইদিনের আমার সেই প্রশ্নের জবাব এখনো তুমি দাও নাই কিন্তু!" "কোনটা? ঐ যে লালের মধ্যে সাদা, না সাদার মধ্যে লাল, ঐটা? দুইটাই তো একই কথা! একটা হলেই তো হয়, সাদা আর লাল তো থাকবে ফতুয়াটাতে..." "জ্বি না, দুইটা একই কথা না। আর না, সেই কথা না। ঐ যে, আমি আগে মরে গেলে কি করবে..." "নাচবো... জীবনের সবচেয়ে সুখের দিনগুলার মধ্যে একটা দিন হবে সেটা আফটার অল!!!" "যাও, তোমাকে আমি বিয়া করবই না। এমন খাচ্চর টাইপ মানুষ বিয়া করার কোন মানে হয় না..." "আলহামদুলিল্লাহ! আজকে ২০টা এতিমকে খাওয়াবো প্রমিজ!" "হারামি............." ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... "অহনা!" "হ্যাঁ?" "তুমি জানতে চেয়েছিলা না, আগে তোমার মৃত্যু হলে আমি কি করবো? তোমার কি মনে হয় তোমাকে আগে যেতে দিব আমি? কিংবা তোমার আগে আমি যাব???" "আবির!!!....." "আজীবন আমরণ পাশে থাকবো বলেছিলা... বলেছিলাম পাশে রাখবো..." "আবির না প্লিজ........" "আর সাদার মধ্যে লাল আমার বেশি ভাল লাগে, কারণ তুমি কিছুতে লজ্জা পেলে একদম বেশি করে লাল হয়ে যাও, সাদা রং-এ সেটা একদম বেশি করে ফুটে উঠে!!! তোমাকে বেশিইইই সুইট লাগে..." "আবির তুমি অন্তত সরে যাও প্লিজ!..." "হ্যাঁ, যাচ্ছি, তোমার সাথে সাথেই যাচ্ছি..." "আবির!......" "অহনা!" "হাতটা শক্ত করে ধরে রেখো প্লিজ..." ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।