আমাদের কথা খুঁজে নিন

   

'৭১ সালে ৬টি মহাদেশের মিডিয়ায় ২৬শে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনার খবর

১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানীদের হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা দেন। সে সময় এই খবরটি গুরুত্ব সহকারে পৃথিবীর একাধিক দেশের মিডিয়ায় স্থান পায়। এই পোষ্টে ৬ টি মহাদেশের ১২ টি দেশের অসংখ্য পত্রিকার ১৯৭১ সালের মার্চ-এপ্রিলের রিলেটেড সংখ্যাগুলো যুক্ত করে দেয়া হল। দেশগুলো হল অষ্ট্রেলিয়া, আর্জেন্টিনা, কানাডা, সাউথ আফ্রিকা, সিংগাপুর, থাইল্যান্ড, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, গ্রেট ব্রিটেন, এবং আমেরিকা। সেই সাথে বাংলাদেশেরও একাধিক আর্টিকেল দেখা যাবে।

আশা করি আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করবেন এবং কেউ যদি ভবিষ্যতে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলে আমার এই ব্লগটিতো আসেই আমার ভাইয়েরা.. ■ প্রথম আলো: ২৬শে মার্চ, ২০১১ (বিশাল বাংলা, পৃ ৫) - "স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানোর সেই সাইক্লোস্টাইল এখন!" ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রটি চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠান। সেটি ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা আখতারুজ্জমান চৌধুরী বাবুর নগরের জুপিটার হাউসে বৈঠকে বসে এই সাইক্লোস্টাইল মেশিন নিয়ে সারা রাত ঘোষণাপত্রের সে বার্তাটির অসংখ্য কপি ছাপিয়ে নগরের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। ➨ ইন্ডিয়া ■ Times of India (Bombay), India - March 27, 1971. “Mujib proclaims free Bangla Desh” ➨ গ্রেট ব্রিটেন ■ TheTimes ( The United Kingdom)- March 27, 1971. “Heavy fighting as Shaikh Mujibur declares E Pakistan independent” ➨ আমেরিকা ■ বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ২৭শে মার্চ, ১৯৭১ তারিখে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনার কথা রিপোর্ট করে ■ নিউ ইয়র্ক টাইমস - ২৭শে মার্চ, ১৯৭১ - প্রিন্টেড ভার্সন ■ প্রখ্যাত টাইম ম্যাগাজিন ৫ ই এপ্রিল, ১৯৭১ তারিখে বাংলাদেশ নিয়ে লেখা এক আর্টিকেলে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষনার কথা উল্লেখ করে। ■ ২৬ মার্চ ১৯৭১ এ হোয়াইট হাউজ ডিফেন্স ইন্টেলিজেন্স এর রিপোর্ট যাতে বলা হচ্ছে যে শেখ মুজিবর রহমান স্বাধীনতা ঘোষনা দেওয়ার পর পূর্ব-পাকিস্তান গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।

➨ অষ্ট্রেলিয়া ■ The Age, Australia- “Dacca breaks with Pakistan” ➨ জাপান ■ Asahi Evening News (Japan) - March 27, 1971 “East Pakistan cut off from world as heavy fighting rocks cities” ➨ আর্জেন্টিনা ■ Buenos Aires Herald (Argentina) - March 27, 1971 - “Bengali independence declared by Mujib” ➨ কানাডা ■ Globe and Mail ( Canada)- March 27, 1971. “Civil war in East Pakistan” ➨ হংকং, চায়না ■ Hong Kong Standard (Hong Kong)- March 27, 1971. “Mujib sets up independent republic” ➨ সাউথ আফ্রিকা ■ Pretoria News (South Africa)- March 27, 1971. “10000 slain in Pakistan civil war” ➨ সিংগাপুর ■ Straits Times (Singapore) - March 27, 1971. “Mujibur proclaims Bangla Republic” ➨ থাইল্যান্ড ■ The Bangkok Post (Thailand) - March 27, 1971 - “Pak near civil war” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।