আমাদের কথা খুঁজে নিন

   

নিমচাঁদ ব্যাক ইন একশনঃ সামুর নতুন মডুদের পাপ্পা আর পাপ্পা

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি। নিজের দুই চোখ রে বিশ্বাস করতে কষ্ট হইতাছে । সামুর মডিফিকেশনের পর আমার পুরান পাস ওয়ার্ড দিয়া সামুতে আর ঢুকতে পারি নাই । ধারণা করতে পারি ব্লগার হিসাবে আমার আশাতীত সাফল্যে ঈর্ষান্বিত হইয়া অথবা চা বিস্কুটের পয়সা যোগান দিতে পারি নাই বইল্লা ,পুরান মডুরা আমারে সামুতে ঢুকবার দিতে চায় নাই । তাগোরে মেলা তেল দিয়া লাভ হয় নাই ।

ফেসবুকে নিয়মিত তাদের তাবেদারী কইরা গেছি । কিন্তু তাগো কঠিন হৃদয় গলে নাই । কিছু খুচ রা টাকা পয়সাও দিবার চাইছি , মাগার কাম হয় নাই। আইজকা হঠাত কইরা পুরান অভ্যাস বশে গুতাইতে গিয়া দেখি , আমি ভিত্তে!!! মনে লয় আগের মডুগুলান রে শ্মশান ঘাটে পাঠাইয়া নতুন মডু নিয়োগ দেওয়া হইছে । আর নতুন মডু প্রথমেই ভাল ভালো ছেলেব্রিটি বল্গার দের খুজতে গিয়া আমার কাহিনী তাগও নজরে আইছে ।

তাই নতুন মডু গো নমষ্কার । তেনারা সুন্দরী হইলে ,আমি তেনাদের রূপের লগে লগে গুণের পূজারী আর পুরুষ মানুষ হইলে শুকনা মুখে থাঙ্কু দিলাম । আমি আবার নিজের রূপে ফিররা আইতেছি । গত পাচ বছরে ১৫ খান পোষ্ট দিছি , আশা করি এইবার ও আগামী ৫ বছরে ৫/৬ খান পোষ্ট দিয়া আপ্নাগোরে ধন্য করমু । নিমচাঁদ লগড ইন অ্যান্ড ব্যাক ইন একশন ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।