আমাদের কথা খুঁজে নিন

   

ওরে, আমারে কেউ ধর!! এত বিনুদুন কই রাখি?????

আগে মা বলেছিল "রাজাকার থেকে দুরে থাকিস বাবা" এখন বলে "রাজাকারের গন্ধ থেকে বেঁচে থাকিস" সুমধুর কন্ঠের নতুন কোকিলের গান তীব্র শিল্পী সংকটে ভুগছে বাংলাদেশ !! আর এ সময় এগিয়ে এলেন নতুন এক কান্ডারি !! গতকাল সারাদিন ভর এ.টি.এন বাংলায় গান এবং সাথে মৃদুনৃত্য পরিবেশন করেন একালের বিরল বহুমুখী প্রতিভা, হালের সেরা টিভি চ্যানেল এ.টি.এন বাংলার কেদারামানব (চেয়ারম্যান) বিখ্যাত লুলপুরুষ জুলফিবিহীন ড. মাহফুজুর রহমান। উনার পারফরম্যান্সেই বোঝা গেছে যে, “ইভা খালাম্মা, শাকিব আপুদের দিন শ্যাষ!!” এদিকে, এই ঘটনার প্রতিবাদে “কাক বন্ধন” করেছে কাউয়া প্রজাতী। কাউয়া প্রজাতীর মহাসচিব জানিয়েছেন, “প্রতিবাদে তারা একবেলা না খেয়েও ছিলো, এতে করে নগরের ময়লা আবর্জনা অস্বাভাবিক হারে বেড়ে যায়। কাউয়া প্রজাতীর এরূপ অবমাননা অব্যাহত থাকলে কাউয়্যারা ভবিষ্যতে আমরন অনশনের ডাক দিতে বাধ্য হবে। অতঃপর নগরী আবর্জনার স্তুপে পরিনত হবে!!” সংষ্কৃতি অঙ্গনের ভারসাম্য রক্ষা করতে না পারলেও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমি ব্যক্তিগতভাবে ভোট দিমু “কাক পক্ষী প্রজাতিরে”। আপনারাও আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।