আমাদের কথা খুঁজে নিন

   

আউটসোর্সিং এবং আমার কিছু কথা

বাংলাদেশ এ এখন আউটসোর্সিং জনপ্রিয় একটি টার্ম । অনেকেই বেশ উত্সাহী এ বিষযে কারণ ঘরে বসে ডল্লার ইনকাম করা সম্ভব এতে । তবে আউটসোর্সিং নিয়ে যত টা না মাতামাতি তার চাইতে বেসি PTC নিয়ে । কারণ এতে কিছু জানতে হইনা । শুধু ক্লিক করলেই হলো ।

এর মধ্যে রাতারাতি অনেক কোম্পানি এসে গেসে যারা আউটসোর্সিং বিসযে ট্রেইনিং দিবে । আমার অভিযোগ আউটসোর্সিং নিয়ে নই অথবা PTC নিয়েও নই । কারণ আমি নিজেও একজন ডেভেলপের যার মেন টার্গেট আউটসোর্সিং । আমি আউটসোর্সিং করে আসতেসি গত ৮ বত্সর যাবত । যখন আমি শুরু করেছি তখন অনেকেই জানত না আউটসোর্সিং কি ।

আমার খারাপ লাগে যখন দেখি আউটসোর্সিং এর নাম করে অনেকে ব্যবসা খুলে অনেককে প্রতারিত করতে চাইতেসে । আউটসোর্সিং এমন একটি বিষই যেখানে নরমাল ট্রেইনিং এ কিসু হবে না । যে পারবে সে সে নিজেই একাউনট খুলে কাজ শুরু করতে পারবে । অনেকে মনে করে জব করে আর কি হবে । কারণ আউটসোর্সিং করেই তো অনেক ইনকাম করা সম্ভব ।

আউটসোর্সিং এমন একটি বিষয় যেখানে প্রবলেম সলভিং এবিলিটি থাকতে হয় অনেক বেশি । জব না করলে এই experience আসা সম্ভব নই । তাই আউটসোর্সিং যদি করতে চান জব এর পাশা পাশি চেষ্টা চালান । আপনার অভিজ্ঞতা কে কাজে লাগান । প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর চেষ্টা করেন ।

কারো দ্বারা প্রতারিত হবেন না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.