আমাদের কথা খুঁজে নিন

   

গজব দেশের আজব হাতি

সৃস্টির সেরা মানুষ তার অতি ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতায় এ সুবিশাল মহাবিশ্বের অসীম অজানার কণাতম রহস্যও ভেদ করতে না পারার চরম ব্যর্থতায় স্রস্টাকেই অস্বীকার করার স্পর্ধা দেখায়!!! এতো নাটক করে (এক মহান ঘুষখোর পুলিশকে ২০০০ টাকা ঘুষ দিয়ে~~~ সেই মহান পুলিশের জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া) স্টেডিয়ামে ঢুকার পর নাটকীয়ভাবে দুরানে হারার পরও আরো বড় নাটক অপেক্ষা করছে বাসায় ফেরার পথে তখনো বুঝতে পারিনি খেলা দেখে ফেরার পথে কাকলী যাবার উদ্দেশ্যে মেইন রোড ধরে হাঁটছিলাম... স্প্রাইট কিনে দোকান থেকে বের হবার সময় দেখি নিরাপদ দূরত্বে ইয়া বিশাল হাতি এগিয়ে আসছে... ক্যামেরা বের করে ছবি তুলতে না তুলতেই দেখি হাতি মামা আমাকে স্বজাতি ভেবে আমার দিকেই এগিয়ে আসছে... (ভূঁড়ির কারণে আমাকে ইদানীং হাতির মতো লাগে~~~ বউ প্রায়ই একথা বললেও এর আগে কখনোই বিশ্বাস করিনি)... সে যাই হোক এ চরম বিপদে প্রথমেই আগেকার দিনে রাজারা হাতির পায়ে পিষ্ট করে যে হত্যার নির্দেশ দিত তা কতটা নির্মম ছিল তা কল্পনা করেই অদ্ভূত একটা অনুভূতি হলো! দোকানের কর্মচারীকে ফলো করে দোকানের এক কোনায় যাবার পর দেখি, হাতি মামা বেশ রাগী একটা ভাব নিয়ে দোকানের সামনে শোডাউন শুরু করে দিয়েছে... শুরুতেই শূঁড় দিয়ে পানির একটা বিরাট ঝাপটা দিল.. কুলি করলেন নাকি প্রকৃতির ডাকে সাড়া দিলেন সেটা বুঝার আগেই দেখি ওনার ভাবখানা এমন দাবী আদায় না হলে এক্ষুনি তান্ডবলীলা শুরু করে দিবেন :@ দোকানদার প্রথমে ৫০ টাকা দিল... মূহুর্তেই দেখি তা শূঁড় দিয়ে উপড়ে বসা মালিককে (মাহুত) পৌছে দিল... বুঝলাম ভালোই ট্রেইনিং প্রাপ্ত.... কিন্তু মাত্র ৫০ টাকায় হাতি বাবাজী সন্তুষ্ট নয়... দোকানদার এবার আমাকে বলেন, মামা তাড়াতাড়ি ৫০ টাকা দেন... কিন্তু পকেটে তখন কয়েকটি দু টাকার নোট আর একটি ৫০০ টাকা :'( শেষমেশ দোকানদারই আরো কিছু টাকা দেবার পর একই স্টাইলে Balance Transfer (ব্যাংকার মানুষ-- চাইলেও যেখানে সেখানে ব্যাংকিং টার্ম ব্যবহার না করে পারিনা ) এর পুনরাবৃত্তি করার পর এবার হাতির সেই বিখ্যাত সালাম পাবার ভাবলাম যাক,বাঁচা গেল... কিন্তু শেষ আব্দার তখনো বাকী ছিল... শেষ দাবী স্পীড এনার্জী ড্রিংক... হাতীদেরও তাহলে ডিজিটাল যুগে এসে এনার্জী ড্রিংক খেতে হয় চাঁদাবাজীর সাহস সঞ্চয় করবার জন্য... [সেই মূহুর্তে আমি না থেকে দোকানে আকিজের কোন ব্র্যান্ড ম্যানেজার থাকলে কি খুশীই না হতেন---স্পীড বলে কথা ]... অতঃপর আবারো সেই ঐতিহাসিক সালাম দিয়ে দোকান ও রাস্তায় প্রায় জনাবিশেক মানুষকে পশ্চাদদেশ দেখিয়ে বীরদর্পে "গজব দেশের এই আজব হাতি" হাঁটা দিলেন-- অনেকটা ইনজামামের বিশাল শরীর নিয়ে হেলেদুলে রান নেবার মতো করে ......................  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।