আমাদের কথা খুঁজে নিন

   

আই পি এল এ তামিম ইকবাল।

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর। সময়টা কত তাড়াতাড়িই না বদলে গিয়েছে তামিম ইকবালের। এশিয়া কাপের দল থেকে বিসিবি সভাপতি বাদ দিয়েছিলেন তাকে। এরপর প্রধান নির্বাচক আকরাম খানের পদত্যাগ, পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম আবারো এশিয়া কাপের স্কোয়াডে।

দলে সুযোগ পেয়ে চারটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করে জবাব দিতেও সময় নেননি এই হার্ডহিটার ওপেনার। ভাগ্যের দরজাটা আরো যে প্রশস্ত তামিমের সেটার প্রমাণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পাওয়া। কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলির দল পুনে ওয়ারিয়র্সের হয়েই মাঠে নামার অপেক্ষায় তামিম ইকবাল। এটা সত্যি হলে আইপিএলের চলতি আসরে বাংলাদেশের দু'জন ক্রিকেটার খেলবেন। কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান এবং পুনে ওয়ারিয়র্সে তামিম ইকবাল।

গতকাল এই খবরটি দিয়েছে কলকাতার আনন্দ বাজার পত্রিকা। অস্ট্রেলিয়ার জেমন হোপসকে দিলি্ল ডেয়ারডেভিলস থেকে এই মৌসুমেই কিনেছিল পুনে ওয়ারিয়র্স। ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে একমাত্র হোপসকেই নিয়েছিল সৌরভের পুনে। কিন্তু হোপসের হাঁটুর চোট এতটাই গুরুতর যে, গোটা আইপিএলেই নেই তিনি। হোপসকে পাওয়া যাবে না বুঝে তামিমের সঙ্গে যোগাযোগ করেছে পুনে ওয়ারিয়র্সের কর্তারাও।

তামিমও স্বীকার করেছেন পুনে ওয়ারিয়র্সের কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং সম্ভবত এবারের আইপিএলে খেলছেন তিনি। তামিম জানিয়েছেন আলোচনা হয়ে গেছে। এ সপ্তাহের মধ্যেই চুক্তিপত্রের কাগজপত্র হাতে পেয়ে যাবেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপের চারটি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তামিম। ৬৩.২৫ গড়ে রান করেছেন ২৫৩।

এর আগেও দু'বার আইপিএলের নিলামে নাম ওঠেছিল তামিম ইকবালের। কিন্তু দু'বারই দুভাগ্য তাকে কোনো দলই কিনতে আগ্রহ প্রকাশ করেনি। রোববার সুপার লিগে তামিম ভিক্টোরিয়ার হয়ে মাঠে নামেননি ইনজুরির কারণে। তাকে দশ দিনের জন্য বিশ্রাম দেয়া হয়েছিল। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করতে বিসিবিতে খোঁজ নিয়ে জানা যায়, পুনে ওয়ারিয়র্সের একজন ক্রিকেটার ইনজুরি আক্রান্ত হয়েছেন।

সেই ক্রিকেটারের রিপ্লেসম্যান্ট হিসেবেই পুনের টিম ম্যানেজম্যান্ট তামিমকে চেয়েছে এবং তামিমের কাছে নো অবজ্যাকশন লেটার (এওসি) চেয়েছে। যেটা তামিম বিসিবি থেকে চেয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তামিম এনওসি হাতে পেয়ে তা পুনের টিম ম্যানেজম্যান্টের কাছে পাঠাবেন এবং এরপরই চুক্তিপত্রের কাগজপত্র পুনে তামিমের কাছে পাঠাবে বলে জানা গেছ। মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, আবুদর রাজ্জাক, সাকিব আল হাসানের পর আইপিএলে তামিমের নাম বাংলাদেশ থেকে যোগ হল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।