আমাদের কথা খুঁজে নিন

   

পন্ডিত শিয়াল সাহেব! মৌচাকে ঢিল ছুঁড়ে মৌমাছিদের প্রতিহত করার চাইতে মুরগী সাপ্লাই দেয়া খুব সহজ।

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। নিরবে মধু সংগ্রহকারী মৌমাছিদের মৌচাকে ঢিল ছুঁড়ে বনের ধুর্ত শিয়াল পন্ডিত ঘোষণা করলেন মৌমাছিদের বিরুদ্ধে হরতাল ডেকে তাদের প্রতিহত করবেন। শিয়াল পন্ডিতের সাথে বনের রাজার ভালই খাতির। এদিকে শিয়ালদের দ্বারা আক্রান্ত হয়ে অস্তিত্ব রক্ষায় প্রাণপণ ছুঁটে আসা মৌমাছিদের ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশের একটুখানি চোখ রাঙ্গানি দেখেই প্রতিহত করতে আসা শিয়াল পন্ডিত পড়িমরি করে লেজ গুটিয়ে পালিয়ে বাঁচলেন। তারপর সুবিধা বুঝে গর্ত থেকে মাথা বের করে শিয়াল পন্ডিতের সেকি নাকি কান্না- "তাঁরা আঁমায় টাঁর্গেট কোঁরেই আঁক্রমণ কোঁরেছিলোঁ।

আঁর এঁকটু হোঁলে আঁমাকে মেঁরেই ফেঁলতো। বোঁনের রাঁজা কেঁন তাঁদের এই পঁথে ঢুঁকতে দিলেঁন। তাঁরা এই পঁথ দিয়ে না গিঁয়ে অঁন্যপথ দিয়েই তোঁ যেঁতে পাঁরতেন। এ্যা....এ্যা....." বনের অন্য প্রাণীরা দূর থেকে তা দেখে মুচকি হাসে আর টিপ্পনি কাটে- "বাবা শিয়াল তোমাকে যে কে মৌচাকে ঢিল ছুঁড়তে বললো আর কেইবা প্রতিহত করতে বললো। প্রতিহতই যখন করতে গেলে তখন আবার প্রতিপক্ষ মৌমাছিদের অন্যপথ দিয়ে যাবার বায়না ধরো কেন্? মুরোদ থাকলে মুখোমুখি দাঁড়াও।

নয়তো দালালি আর ধান্ধাবাজি বাদ দিয়ে ভাল কাজ করো। কাউকে প্রতিহত করা লাগবেনা, মৌমাছি সহ সকল প্রাণীই তোমার বন্ধু হয়ে যাবে। " মোরাল অব দ্য স্টোরি: পন্ডিত শিয়াল সাহেব! মৌচাকে ঢিল ছুঁড়ে মৌমাছিদের প্রতিহত করার চাইতে মুরগী সাপ্লাই দেয়া খুব সহজ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।