আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে ফ্রিল্যান্সিং টাকা লাগেনা নিজের জ্ঞান লাগে

↓ আপনারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং-এ আগ্রহী বা চেষ্টা করছেন তাদরে জন্য একটি সতর্কীকরন যে যত চমক দেখিয়ে টাকা দিয়ে কখনো করতে যাবেন না। অনলাইনে ফ্রিল্যান্সিং টাকা লাগেনা নিজের জ্ঞান লাগে । আপনি প্রথমিক ভাবে কোন টাকা দিবেন না । অনলাইনে প্রচুর ফ্রিল্যান্সিং কাজ আছে, কিন্তু সেটা অনেক পরিশ্রম করে, প্রতিযোগীতা করে কাজ পেতে হয় কিন্তু তার জন্য কোন টাকা খরচ হবে না প্রথমিক ভাবে । সুপ্রতিষ্ঠিত অনলাইন সাইট আছে যেখানে কাজ পাওয়া যায় এবং প্রায় সবখানেই ফ্রি মেম্বারশীপ পাওয়া যায়।

যেমন : → http://www.odesk.com → http://www.freelancer.com → http://www.vworker.com → http://www.guru.com → http://www.elance.com আমাদের দেশের কিছু দুষ্টচ্রক্র সহজ-সরল যুবসমাজকে ভূয়া তথ্য দিয়ে টাকা হতিয়ে নিচ্ছে। আপনারা একটু কষ্ট করে উপরের সাইট গুলো বা ভাল করে জেনে শুনে কাজ শুরু করে দেন একদিন সাকসের্স আসবে । ←শুধু ক্লিক (ফ্রী) করে কিভাবে ৳ আয় করা যায় কাল সে বিষয়ে বলা হবে। → এ-রকম অনেক কিছু জানার জন্য এই পেইজটিতে লাইক দেন প্রতিদিন কিছু না কিছু শিখতে পাবেন । সবগুলো পোষ্ট এক সাথে দেখার জন্য এখানে ক্লিক করুন ।

ধন্যবাদ সবাইকে লাইক করার জন্য  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।