আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদ্বন্দীকে গু-এর পুকুরে ফেলে খুব উল্লাস করছেন ঠিক আছে...কিন্তু একটু পর যদি সেটা চেটে খেতে হয় তাহলে...?

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। প্রথমেই সরি বলে নিচ্ছি একটি স্থুল শব্দ ব্যাবহার করবার জন্য। কিন্তু এটা ছাড়া মনের কথা টি বুঝাতে পারব না...... গোপালভাঁড়ের সেই গল্প মনে আছে আপনাদের? একদিন রাজা গোপাল ভাড় কে ঠকানোর প্রস্তুতি নিয়ে গল্প শুরু করলেন। শোন গোপাল ভাড়, আজ রাতে কি স্বপ্ন দেখেছি। দেখলাম, আমি আর তুমি, দুই জনে এক সরু রাস্তা দিয়ে হাটছি।

রাস্তার একদিকে ক্ষীরের পুকুর আর একদিকে গু-এর পুকুর। হঠাত দেখলাম তুমি পড়ে গেলে গু-এর পুকুরে আর আমি ক্ষীরের পুকুরে। তারপর ঘুম ভেংগে গেল। পুরো সভাসদ হাসিতে ফেটে পড়ল। রাজা নিজেও মহা খুশী...আজ গোপালভাঁড় কে বাগে পেয়েছি।

সবার হাসি থামলে গোপাল ভাঁড় বলল, রাজামশাই আমিও রাতে একই স্বপ্ন দেখেছি। তবে আমার ঘুমা একটু পরে ভেংগেছে। আমি আর দেখলাম যে আমরা দুই জনে কষ্ট করে উঠে আসলাম। কিন্তু পানি তো নাই, গা পরিষ্কার করব কিভাবে? তখন সিদ্ধান্ত হলো, আমি আপনার গা চাটব আর আপনি আমার গা চাটবেন। এভাবেই গা পরিষ্কার করে আমরা লোকালয়ে ফিরে আসলাম।

এবার পিন পতন নীরবতা রাজা তো পারলে আংগুল কামড়ান, কি কুক্ষণে গোপাল ভাঁড় কে নাড়তে গেছেন। তিনি যেখানে তাকে গু-এর পুকুরে চুবিয়ে বাহবা কুড়াচ্ছিলেন, সে উলটো তাঁকে গু খাইয়ে ছাড়ল। কে জিতল এ খেলায়? বিএনপি আইএসআই এর টাকা খেয়েছে, বানানো খবর নিয়ে আওয়ামী শিবিরে যখন আনন্দে মাতোয়ারা, কত উল্লাস, এখন জানতে ইচ্চা করছে, সেই গু চাটতে এখন কেমন লাগছে? দেখুন একজন ব্লগার কিভাবে একগুচ্ছ সারিবদ্ধ প্রতিষ্ঠিত মিডিয়াকে ন্যাংটা করল: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।