আমাদের কথা খুঁজে নিন

   

ছয় ঋতুর ওপর কবিতা ও গান সম্পর্কে আপনাদের পরামর্শ চাই

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ... বন্ধুরা, কিছুদিন পরেই বাংলা নববর্ষ। ম্যারিল্যান্ডের বাল্টিমোরে আমরা কয়েকজন বাঙ্গালি পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা করেছি। আমরা চাচ্ছি বাংলা ছয়টি ঋতুকে থিম ধরে অনুষ্ঠানটিকে সাজানো হবে। উদাহরণ দিচ্ছি। ধরুন প্রথম থিম হল গ্রীষ্ম।

শুরুতে গ্রীষ্ম বিষয়ক একটি কবিতার কিছু চুম্বক লাইন আবৃত্তি করা হবে। ব্যাকগ্রাউন্ডে গ্রীষ্মের বৈশিষ্ট্যমূলক দৃশ্য প্রজেক্টরের সাহায্যে দেখানো হবে। সম্ভব হলে এমন কিছু সাউন্ড ইফেক্টও ব্যবহার করা হবে যা গ্রীষ্মকে রিপ্রেজেন্ট করে; বা গ্রীষ্মের কথা স্মরণ করিয়ে দেয়। এর পর যে গান বা নৃত্য পরিবেশন করা হবে চেষ্টা থাকবে তাতেও গ্রীষ্মের থিমটি ফুটিয়ে তোলার। এভাবে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তও ফুটিয়ে তোলা হবে পুরো অনুষ্ঠান জুড়ে।

যেহেতু দেশ থেকে অনেক দুরে আছি, হাতের কাছে কবিতার বইগুলোও নেই- যেখান থেকে প্রতিটি ঋতু সম্পর্কে দু্'চার লাইন আবৃত্তি করার মতো খুঁজে নেব। তাই ব্লগের বন্ধুদের শরণাপন্ন হওয়া মনস্থ করলাম। অনুগ্রহ করে যদি আপনাদের পরামর্শগুলো শেয়ার করেন কৃতার্থ হব। বিশেষ করে হেমন্ত ও শীতের কোন কবিতা মনে করতে পারছিনা। খুব ভাল হয় যদি প্রতিটি ঋতুর বৈশিষ্ট্যজ্ঞাপক একটি দু'টি কবিতার নাম (সম্ভব হলে লিঙ্ক), অথবা লাইনগুলো কমেন্ট বক্সে পোস্ট করে দেন।

আর যদি কিছু গান বা অন্য কোন সামঞ্জস্যপূর্ণ আইটেমের বিষয়ে পরামর্শ দেন তাহলে তো সোনায় সোহাগা। আপনাদের চমৎকার সব পরামর্শের আশায় অপেক্ষার চাদর বিছালাম। ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।