আমাদের কথা খুঁজে নিন

   

আমাগো দামী মস্তিষ্ক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য জানবেন কি?? আইয়েন তাইলে জানি...

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... ওজনঃ মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.50Kg. সেরেব্রামঃ সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং মস্তিষ্কের 85% ভরই সেরেব্রাম বহন করে। আবরণঃ মস্তিষ্কের ভরের প্রায় দ্বিগুণ ভর হচ্ছে মস্তিষ্কের আবরণ বা চামড়ার। ধূসর পদার্থঃ মস্তিষ্কেরধূসর পদার্থ তৈরি হয় নিউরন দিয়ে যা বিভিন্ন বাহ্যিক এবং আভ্যন্তরিক সংকেত নিয়ন্ত্রণ করে। সাদা পদার্থঃ সাদা পদার্থ জেনডাইট ও অ্যাক্সনের সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হয় যা নিউরনকে সংকেত পাঠানোর ক্ষেত্র সৃষ্টি করে। ধূসর ও সাদা পদার্থের পরিমাণঃ মস্তিষ্কের 60% সাদা পদার্থ এবং 40% ধূসর পদার্থ।

পানিঃ মানব মস্তিষ্কের 75% পানি রয়েছে। নিউরনঃ আপনার মস্তিষ্কে একশ বিলিয়ন নিউরন রয়েছে। ব্যথাহীনতাঃ মস্তিষ্কে ব্যথা সংগ্রাহক কোনো অঙ্গ নেই তাই মস্তিষ্ক কখনো ব্যথা অনুভব করে না। শাখা-প্রশাখাঃ প্রত্যেক নিউরনে 1000 থেকে 10,000 শাখা-প্রশাখা বা সিন্যাপসিস রয়েছে। সবচেয়ে বৃহৎ মস্তিষ্কঃ হাতির মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের অপেক্ষা বৃহৎ হলেও হাতির মস্তিষ্ক তার দেহের 0.25% যেখানে মানুষের মস্তিষ্ক তার দেহের ভরের দুই ভাগ।

এতে বোঝা যাচ্ছে মানুষের মস্তিষ্কই সবচেয়ে বড়। রক্ত সঞ্চালক শিরাঃ 150Km লম্বা শিরা রয়েছে মানব মস্তিষ্ক। চর্বিঃ মানুষের মস্তিষ্ক সবচেয়ে চর্বিবহুল অংশ এবং দেহের মোট চর্বির প্রায় 60%. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.