আমাদের কথা খুঁজে নিন

   

দয়া করে খেলাধুলায় ধর্ম টেনে আনবেন না

হরিষে বিষাদ ২২ তারিখে অফিসে বসে বাংলাদেশ বনাম পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল খেলা দেখছিলাম। একেক সময় খেলা একেক দিকে মোড় নিচ্ছিলো। হঠাৎ করে একজন বলে উঠলেন, বাংলাদেশকে কেউ হারাতে পারবে না। ১৬ কোটি মানুষ দোয়া করছে। আল্লাহ আছে, বাংলাদেশের সাথে।

১৬ কোটি মানুষ যে, দোয়া করছে বাংলাদেশের জন্য; এতে আমার কোন সন্দেহ নেই। আমি নিজেও প্রার্থনা করেছি। কিন্তু তার মানে এই নয় যে, দোয়া করলেই বাংলাদেশ জিতে যাবে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ যেমন, বাংলাদেশের জন্য দোয়া করেছে, পাকিস্তানের ১৯ কোটি মানুষও তো তাদের দেশের জন্য দোয়া করেছে। তাহলে, পাকিস্তান জিতবে না কেন??? আবার আগের ম্যাচে বাংলাদেশের মানুষের মত ভারতের শত কোটি মানুষও তো তাদের দেশের জন্য প্রার্থনা করেছে।

তবু ভারত হারলো কেন??? তিনি বলেছিলেন, সৃষ্ঠিকর্তা বাংলাদেশের সাথে আছে। এজন্যই বাংলাদেশ জিতবে। দূর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ হেরেছে, লড়াই করেই হেরেছে। তার মানে কি দাঁড়ালো, সৃষ্ঠিকর্তা বাংলাদেশের সঙ্গে নেই!!! সৃষ্ঠিকর্তা যে কেবল বিজয়ী দলের সঙ্গেই থাকেন, পরাজিত দলের সঙ্গে থাকেন না... এটা কি সত্যি??? জানি না, যারা বলেছিলেন, আল্লাহ বাংলাদেশের সঙ্গে আছে বলেই বাংলাদেশ জিতবে, তারা এখন বলবেন কি'না সৃষ্ঠিকর্তা পাকিস্তান দলের সঙ্গে আছেন, বাংলাদেশের সঙ্গে নেই। আমি ধর্ম স্বম্পর্কে খুব একটা জানি না।

আমার কাছে এই বিষয়ে যা মনে হয় তাই বললাম। হতাশার কিছু নেই। হেরে যাওয়া মানেই কিন্তু শেষ কথা নয়। আমরা লড়াই করেছি। আমি ধর্মান্ধ নই যে, বলবো সৃষ্ঠিকর্তা এখন বাংলাদেশের সঙ্গে নেই, একসময় ছিলেন।

তিনি সবার সাথেই রয়েছেন। আমরাও একদিন নিজেদের প্রমান করবো। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তোমাদের জন্য প্রার্থনা করেছে, করবে। এর সঙ্গে তোমাদের স্বামর্থই পারে আমাদের প্রত্যাশার স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।