আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সাকিব আল হাসান, আমাদের স্বপ্নের সারথী

যাহা বলিতে চাই তাহা বলিতে পারি না,যাহা বলি তাহা বুঝাইতে পারি না আমি যখন বেড়ে উঠছিলাম তখন আমার স্বপ্ন ছিল ওয়াসিম আকরামের মত পেসার হবে। । আর এখন যখন পিচ্চি পিচ্চি ক্রিকেটাররা মাঠে দৌড়ে বেড়ায় তখন তাদের চোখে স্বপ্ন ঝিলিক দিয়ে উঠে আমিও সাকিব আল হাসান হব। আমি ভাবতাম ছেলেটা বোধহয় অতিমানব। আমাদের মতো আবেগে আপ্লুত হয় না, সহজে ভেঙ্গে পড়ে না।

নিঃসঙ্গ নাবিকের মতো একাই লড়ে যায়। কি অবলীলায় বয়ে বেড়ায় ১৬কোটি মানুষের স্বপ্নের ভার! গতকাল দেখেছি তারও আবেগ আছে, অশ্রু আছে। আমাদের মতোই রক্ত-মাংস গড়া এক মানুষ। তবু সাধারণের মাঝে অসাধারণ সে জন। জানি, তার কাঁধে ভর করে আমাদের ক্রিকেট পৌছে যাবে অন্য এক উচ্চতায়।

স্বপ্ন দেখি একদিন তার হাত ধরেই বিশ্বকাপটা আমাদের হবে। এটুকু মোটেও অপ্রত্যাশিত নয় কারণ মানুষটা সাকিব আল হাসান। আমাদের ক্রিকেটের যুবরাজ, এই গ্রহের অন্যতম সেরা ক্রিকেটার। আমরা ধন্য,তুমি এদেশে জন্মেছ বলে। শুভ জন্মদিন সাকিব আল হাসান, আমাদের স্বপ্নের সারথী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।