আমাদের কথা খুঁজে নিন

   

শুভ ন্যাংটা দিবস সাকিব আল হাসান (কাল্পনিক ফটোব্লগ)

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! কোন একটা বিজ্ঞাপনে বলা হয়েছিল বাংলাদেশের জান, বাংলাদেশের প্রান-সাকিব আল হাসান। কালকের পর সাকিব এবং সাকিবেরা সত্যিকার অর্থেই বাংলাদেশের জান প্রান হয়ে গেছে। কাল খেলা হারার পর আমার অনেক রাগ লেগেছিল। খুব কষ্টে নিজেকে আটকে রেখেছি। সাকিদের কান্না দেখে আর চোখে পানি ধরে রাখতে পারি নাই।

"কান্দিস কেন পাগলা?" বলে নিজেই কাদতে লাগলাম। হায়রে.... মন খারাপ। তাই তারাতারি বিছানায় গেলাম। গভীর রাতে স্বপ্ন দেখলাম-বাংলাদেশ জিততে ১ বলে ৬রান লাগে। সাকিব বিশাল এক ছক্কা লাগল।

বল এসে আমার মাথায় পরল। বল লেগে মাথা ফেটে গেছে। সাকিব এসে আমায় বলল- ফয়সাল ভাই ব্যাথা পেয়েছেন? আমি বললাম-হুম, তারপর আর কিছু মনে নাই.... আজ সাকিবের জন্মদিন। আমার চেয়ে মাত্র দুই বছরের বড়। ক্যাম্পাসে থাকলে ইয়া বড় একটা কেক কাটতাম।

সাকিবের আব্বু আম্মুকে বলছি আপনার সন্তান নিয়ে আপনি গর্ব করেন। কারন সে সারা বাংলার মানুষকে কাঁদাতেও পারে, হাসাতেও পারে। সাকিব ছোট বেলায় নিশ্চই তুমি আমার মতই দুষ্ট ছিলে, বাপ মা কেখুব জ্বালাতে নাকি? হা হা হা চলুন দেখে আসি সাকিব সম্পর্কে কিছু তথ্য: Full name: Shakib Al Hasan Born: 24 March 1987 (age ২৫) Magura, Bangladesh Batting style: Left handed Bowling style: Slow left arm orthodox বাদ দিন ওসব। চলুন সাকিবের জন্মদিন উপলক্ষে কয়েকটি ছবি দেখে নিই। এটা সাকিব যখন খুব পিচ্চি আই মিন এটা হল ন্যাংটা সাকিব (সংগৃহিত) যখন একটু বড় হল যখন একটু একটু দাড়ি গজাল প্রেম করতে গিয়ে ধরা খাওয়ার সময় বাবা মা আর পিচ্চি বোনটার সাথে পঁচিশ বছরের টগবগে যুবক সাকিব সুপ্রিয় পাঠক, বাংলাদেশের সাকিবের সবচেয়ে বড় ভক্তটা হলাম আমি।

সাকিবের জন্মদিন উপলক্ষে আমরা একটু আগে অনেক মজা করলাম। সাকিবের সাথে কারো কথা হলে বলবেন, তাকে আমি শুভেচ্ছা জানিয়েছি। শুভ জন্মদিন সাকিব  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।