আমাদের কথা খুঁজে নিন

   

---- আমি বিশ্বাস করি না--

আরেকটি হাবি জাবি ব্লগ!! আমি যা ঘটেছে তাই বিশ্বাস করি যা মিলেছে তা বিশ্বাস করি যা অবোলোকন হয়েছে তাই বিশ্বাস করি যা ঘটবে তা বিশ্বাস করি না। আমি মুহাম্মদ বিশাস করি আনেস্টাইন বিশাস করি স্টিপেন বিশাস করি রূপ কথা বিশাস করি না। আমি মহাকাশ দেখি চন্দ্র-সূর্য গ্রহ তারা দেখি পাখির সুর নদীর কলকল ঝরণার ছলছল শুনি তাইতো তাদের বিশ্বাস করি তবু অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করি না। আমি সকালের সূর্য উঠা দেখি বিকেলর আবির মাখা আকশ দেখি বৃষ্টির পর রংধনু দেখি গাছে ফোটা গোলাপ দেখি তাইতো তাদের বিশ্বাস করি তবু অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করি না। আমি ভোরে উঠে পাখির সুর শুনি মা-বাবার মুখে স্নেহ ভরা ডাক শুনি ছোট ভাইয়ের মুখে ভাইয়া ডাক শুনি আমি এগুলোকেই বিশ্বাস করি আমি কোন মিথ্যে গল্প বিশ্বাস করি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।