আমাদের কথা খুঁজে নিন

   

২ রানের হার নয়: আমরা জিতেছি

বাস্তবতা আর আবেগের স্থান বড় কঠিন। আজ আমরা হেরেছি কিন্তু আসলে কি তাই? আমরা তো জিতেছি। জয় আমাদের। ক্রিকেট তোমাকে সালাম। জাতি আশার প্রতীক হয়ে তোমরা অম্লান।

আজ এশিয়া কাপের ফাইনালে আমরা হয়তো খাতা-কলমে হেরেছি তাতে কি আমরা আজ জানান দিলাম বিশ্ব দরবারে আমারা সেই সে জাতি, জ্বলে পুড়ে ছারখার তবুও মাথা নোয়াবার না। ক্রিকেট পরাশক্তি বিশ্ব চ্যাম্পিয়ান ও রানারআপ কে হারিয়ে আমরা ফাইনালে গিয়েছি। যোগ্য দলের মত আমরা লড়াই করেছি। আমরা বাংলার টাইগার তা প্রমান করেছি। ২ রানের হার নয় আমরা জিতেছি।

জানি হাজারো হিসাব-নিকাশ করবে অনেকে, অনেকে আবেগে বকা দেবে আমি বলব না তা কখন না। আমরা যা পাই তা ক্রিকেটকে ঘিরে পাই। নাজিমুদ্দিন, নাসির বা শাহাদত কে যোগ্য সম্মান দেয়া উচিত। অনেকে বকা দিবেন। করজোড়ে নিবেদন তা কখনো করবেন না।

ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের ফল আমাদের এই অর্জন। আমরা আবেগে নয় বাস্তবাতায় বলি সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকব। শোক নয়, কান্না নয় আমরা জিতব, আজ শুধু জানান দেবার দিন আমরা আসছি। তবে পুরো পৃথিবী শুনে রাখ, ঘুমন্ত বাঘ আজ জেগে উঠেছে... আমাদের ক্রেডিট চুরি করার সাজা আমরা নিজ হাতেই দেবো....ওয়াল্ড কাপের খুব বেশি দেরি নেই কিন্তু..। শিকার মিস হলে বাঘ কিন্তু আবার ফিরে আসে, ব্যাঘ্র ধর্ম।

তোমাদের লড়াকু মনোভাব আমাদের গর্বিত করেছে । এগিয়ে চলো সম্মুখে --- বাংলাদেশ Collected and modified. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।