আমাদের কথা খুঁজে নিন

   

দুই হাজার টাকায় ফাইনালের টিকিট

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশের এশিয়া কাপ ফাইনাল খেলা আজ। এমন একটি সুযোগ হাতছাড়া করতে চাইবে কে? নিজের দেখে খেলা তাই তো মাঠে ছুটছেন বেশিরভাগ দর্শক। সেই সুযোগটা কাজে লাগাচ্ছে কালোবাজারিরা।

ফাইনাল খেলার টিকিট ছিল ২০০ টাকা, তা এখন বেড়ে দাড়িয়েছে দুই হাজার টাকায়। এছাড়া চার শ’ টাকা মূল্যের টিকেট তিন হাজার টাকায়, ৬০০ টাকা মূল্যের টিকেট ৪০০০ টাকাও কিনতে দেখা গেছে অনেককে। চড়া দামে বিক্রি হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটও। চার হাজার টাকা মূল্যের এসব টিকিট বিক্রি হচ্ছে আট হাজার টাকায়। গতকাল মিরপুর স্টেডিয়ামের বাইরে ঘটেছে এমন ঘটনা।

ব্যাংকে টিকিট কিনতে গিয়ে নিরাশ হয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছেন অনেকে। এ ব্যাপারে টিকিট কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিমকে ফোনে পাওয়া যায়নি। আর টিকিট কমিটির সদস্য সচিব আইনুল হক তিয়াসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানা যায় তিনি দেশের বাইরে গেছেন। এ রকম একটি দায়িত্বপূর্ণ পদে থেকে টুর্নামেন্ট চলাকালে কি করে তিনি দেশের বাইরে যেতে পারেন- এ নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাংক কর্মকর্তারা জানান, ভারত পাকিস্তান ফাইনালের আশঙ্কায় কমদামি টিকিট বিক্রি আগেই শেষ হয়ে যায়।

গতকাল যা ছিল তা দামি টিকিট। তা কিনতেও দীর্ঘ লাইন দেখা গেছে ব্যাংকগুলোতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।