আমাদের কথা খুঁজে নিন

   

আজ ILET এ সংঘর্ষ।

জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। হাজারিবাগে অবস্থিত ঢাকা ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব লেদার ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি(ILET) ক্যাম্পাসে প্রভাব বিস্তার নিয়ে আজ দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত। ক্যাম্পাসে পুলিস প্রহরা চলছে। বহিরাগতদের নিয়ে খেলা আয়োজন নিয়ে দুই প্রতিদ্বন্দি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। আজ বেলা ১১.৩০টার দিকে, এক পর্যায়ে কথা কাটাকাটি, হাতাহাতি এবং মারামারিতে রূপ নেয়।

একজনের মাথা ফেটে রক্তাক্ত অবস্থা। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পরে হাজারিবাগ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এক ছাত্রকে পুলিশ এ ঘটনায় গ্রেফতার করেছে। উদ্ভুত পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রসাশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছ।

ড. কুদরত-ই-খুদা হলের সকল আবাসিক ছাত্রকে অনতিবিলম্বে হল ত্যাগ করতে বলা হয়েছে। এতে সাধারণ ছাত্ররা বেশ ভোগান্তির শিকার হয়েছে। এই ঘটনার ফল কিছুই না, শুধু সেশন জটের শিকার ছাত্রদের ছাত্র জীবনকে আরও দীর্ঘায়িত করবে, আখেরে কোন শুভ ফল বয়ে আনবে না। নিজেদের মাঝে মারামারির ঘটনা কোন সুলক্ষণ নয়, বরং শিক্ষার পরিবেশ কলুষিত হচ্ছে দিনকে দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।