আমাদের কথা খুঁজে নিন

   

কলা দিয়ে পিয়ানো

ভাল কিছু লেখার ইচ্ছায় অবাক হচ্ছেন? কলাকে কিভাবে পিয়ানো হিসেবে ব্যবহার করবেন? তবে এটা যে সম্ভব তা প্রমান করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) দুই শিক্ষার্থী। এ ব্যাপারে বিবিসির খবরে বলা হয়, কলা থেকে কি-বোর্ড বানিয়ে তা দিয়ে পিয়ানো বাজিয়েছেন তাঁরা। শিক্ষার্থীরা কলাকে পিয়ানো হিসেবে ব্যবহার করতে ‘ম্যাকি ম্যাকি’ নামের একটি যন্ত্র তৈরি করেছেন। শিক্ষার্থীদের দাবি, তাঁদের তৈরি যন্ত্রটি কেবল কলা নয়, বিদ্যুত্পরিবাহী যেকোনো বস্তুকে টাচ প্যাড বা কি-বোর্ডে রূপান্তর করতে পারে। ম্যাকি ম্যাকির আবিষ্কারক জে সিলভার ও এরিক রোজেনব্যম দুজনই এমআইটির শিক্ষার্থী। তাঁরা এই উদ্ভাবন বিষয়ে জানান, ম্যাকি ম্যাকি ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কেবল একটি ইউএসবি কেবল, বেসপোক সার্কিট বোর্ড ও একটি অ্যালিগেটর ক্লিপ। ইউএসবি কেবল ব্যবহার করে এটিকে পিসি বা ল্যাপটপের সঙ্গে কানেকশন দিয়ে অ্যালিগেটর ক্লিপটি লাগাতে হবে বিদ্যুত্পরিবাহী যেকোনো বস্তুর সঙ্গে। আগে থেকে প্রোগ্রাম করে রাখা সার্কিট বোর্ডটি সাধারণ কি-বোর্ডের মতোই ব্যবহার করা যায়। ডিটেইলস  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।