আমাদের কথা খুঁজে নিন

   

ভাদারা......ইন্ডিয়া-পাকিস্তান ফাইনাল হবে না, বাংলাদেশ ফাইনালে খেলবে, এইবার তোমাদের প্রভুদের বিদায় জানাও"

আমি শুনতে পাই লক্ষ কোটি ফিলিস্তিনীর আর্তনাদ...হাহাকার ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচের দিন কিছু "ভাদা" আর "পাদাদের দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের পতাকা নিয়ে, গায়ে মুখে রঙ মেখে খেলা দেখছে। "পাদা"দের যুক্তি ছিল, "বাংলাদেশের সুবিধার জন্য আমরা পাকিস্তানকে সাপোর্ট করছি!!" আর ভাদাদের যুক্তি ছিল, "বিজয়ের মাসে পাকিস্তানকে কোনভাবেই সমর্থন করা যায় না। ভন্ডামী কত প্রকার ও কি কি এদের কাছেই শেখা যায়। ব্লগে ও ফেসবুকে দেখলাম "ইন্ডিয়া-পাকিস্তান" ম্যাচে তাদের কি উল্লাস!! আরে খবিসের খবিস, তোদেরে সমর্থন করতে কইসে কে? আর পতাকা নিয়া গেলি ক্যান?? পাকিস্তানের পতাকা গালে আঁকলে কি তোদের বংশের জাত উপরে উইঠা যাবে?? ইন্ডিয়ার পতাকা গাইয়ে জড়াইয়া, মাথায় তিন রঙ্গা পট্টি বাধঁলে কি ক্যাটরিনা আইসা চুম্মা দিবে?? ঐ সময় এখন শেষ, আমরা কাকে সাপোর্ট করব? ইন্ডিয়া নাকি পাকিস্তান?? এখন ঐসব ফালতু কথার দিন শেষ, আমরা বাংলাদেশের সাপোর্টার। ব্লগার আকাইম্মা পোলার ভাষায় "আমি বাংলাদেশী দালাল, পিওর বাংলাদেশী দালাল।" ঐসব ভাদা-পাদারা আবার "এক জম্পেশ ইন্ডিয়া-পাকিস্তান" ফাইনাল দেখার অপেক্ষাতে ছিল!! ভাদা আর পাদাদের বলছি, ব্লগে, ফেসবুকে বা মাঠে পতাকা হাতে ভারত, পাকিস্তানকে সাপোর্ট করে নিজেকে ১০০% খাঁটি বেইমান প্রমান কইরো না। নাহলে একদিন কিন্তু তোমারা স্টেডিয়ামের বাইরে যাত্রাবাড়ির "দৌড় সালাউদ্দিন" এর মত অবস্থা খারাপ হইয়া যাবে!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।