আমাদের কথা খুঁজে নিন

   

৭৫০ টাকা আপনার কাছে কিছুই না, আমার কাছে সামান্য কিছু, আরেকজনের কাছে অনেক কিছু

সাবজজ পরীক্ষার জন্য ২০০ টাকার ফরম নিলাম। আরও ১০০০ টাকা পরীক্ষা ফি দিতে হবে। ফরম পুরন করতে গিয়ে দেখলাম যাদের ফলাফল গ্রেড পয়েন্টে হয়েছে তাদেরকে প্রতিষ্ঠান থেকে গ্রেডের অনুপাতে একটি শতকরা হার সংক্রান্ত প্রত্যয়নপত্র দিতে হবে ( যদিও গুরুত্বপূর্ণ নয়্)। নিজের ইউনিভার্সিটিতে গেলাম প্রত্যয়ন পত্রের জন্য। ও মা .. বলে কি ? এটার জন্য নাকি লাগবে ৭৫০ টাকা।

অথচ অন্য প্রাইভেটে খবর নিলাম তাদরে কোন টাকাই লাগেনা। সামান্য একটা পাতার জন্য এতটাকা? পরীক্ষাই দিবনা মনস্থির করলাম। এক বন্ধু র অনুরোধে ৭৫০ টাকা দিয়েই নিলাম। অথচ অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকাই লাগেনা। সার্টিফিকেট মার্কসীট দেওয়ার পরও এমন একটি কাগজ কেনইবা জুডিসিয়াল সার্ভিস কমিশন চাইল।

আর এক পাতার জন্য ৭৫০ টাকাই বা নিল কেন আমার প্রিয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি । কাকে শুধরাতে বলবো জানিনা। তবে ৭৫০ টাকা আপনার কাছে কিছুই না, আমার কাছে সামান্য কিছু, আরেকজনের কাছে অনেক কিছু। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।