আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়া লুমিয়া ৯০০ টেলিঠগ সমস্যা

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে। কে কই আছেন সাহায্য করেন ভাই। আমার নোকিয়া লুমিয়া ৯০০ তে টেলিঠগের সিম লাগালাম। মাগার সমেস্যা হইল যে নেট এই আছে আর এই নাই। স্কাইপি এই কয় অনলাইন আবার এই কয় অফলাইন। সেটিংস লইয়া বহুত ফাল পাড়সি APN --- BPN --- CPN সব াল ফালাইসি মাগার সমেস্যা আর সল্ভ হইলে না। আমারে কেউ হেল্পান পিলিজ। যথোপযুক্ত সমাধান দাতাকে পুরস্কার সরূপ ধইন্যাপাতার আড়তের সন্ধান দেয়া হইবে। মোবাইল কিন্না ফকির হইয়া গেছি ভাই তাই এরচেয়ে বেশী কিছু দেওয়ার সামর্থ্য নাই ভাই। প্লিজ... প্লিজ... প্লিজ... সাহায্য প্লিজ.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।