আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের চাকা ঘুরে আমরা আবার হলাম বাঙ্গালী....জাতীয়তা: বাঙ্গালী করে বঙ্গ ভঙ্গ রদ করার পথ এক ধাপ এগিয়ে রইলো নাতো...!!!???

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" বর্তমান সংবিধান অনুসারে আমাদের জাতীয়তা বাঙ্গালী। আমরা আবার হলাম বাঙ্গালী। কেনই বা আমরা বাংলাদেশী হয়েছিলাম, আবার কেনইবা আবার বাঙ্গালী হলাম। দেশের এ অদম জনগণের জানিবার অধিকার কি নেই...??? এই দুই বঙ্গ এক সময় এক ছিল...দুই বার বঙ্গ ভঙ্গ হয়েছে......এই দুই বঙ্গকে এক করার জন্য কবি গুরূ রবী ঠাকুর কবিতা লিখেছিলেন..."আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি..."......সে এক দীর্ঘ ইতিহাস...তা সবারই জানা........। ইতিহাসের চাকা ঘুরে সেই কবিতাটিই আজ আমাদের জাতীয় সংগীত। ইতিহাসের চাকা ঘুরে আমরা আবার হলাম বাঙ্গালী...... তাহলে কি আমরা এটাও আশা করব যে, ইতিহাসের চাকা ঘুরে বঙ্গ ভঙ্গ রদ হয়ে আবার দুই বঙ্গ এক হয়ে যাবে...??? জাতীয়তা: বাঙ্গালী করে বঙ্গ ভঙ্গ রদ করার পথ এক ধাপ এগিয়ে রইলো নাতো...!!! বাংলাদেশের সমুদ্রসীমা যেভাবে বাড়লো, সেভাবে যদি বঙ্গ ভঙ্গ রদ হয়ে এদেশের স্থল সীমাও বাড়ে তাহলে কোন আপত্তি নেই..........আর যদি উল্টোটা ঘটে..!!! বঙ্গ ভঙ্গ রদ হয়ে এ প্রিয় ছোট্ট দেশটি যদি আরেকটি বৃহত দেশের অংগরাজ্যে পরিণত হয়.....!!! সেখানেই আমাদের শংকা। সেখানেই আপত্তি। বিএনপি, আওয়ামী লীগ বলতে কিছু বুঝি না....জাতীয়তা: বাংলাদেশী থাকলে কী দোষ হতো..?? বাংলাদেশের জাতীয়তা: বাংলাদেশী, বাঙ্গালী....কোনটা বেশি যুক্তিযুক্ত হয়......???? একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন কি কেউ...????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।