আমাদের কথা খুঁজে নিন

   

প্রমোদতরী বোধহয় একেই বলে

“If a man hasn’t discovered something he will die for, he isn’t fit to live.” – Martin Luther King Jr. বর্তমানে সবচেয়ে বড় শিপ হল Allure of the Seas । এটি একটি Oasis-class ক্রুজ শিপ । শিপের মালিক হল রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল । এর সিস্টার শিপ হল Oasis of the Seas । দুজনে মিলে একটা অনন্য রেকর্ডের অধিকারী তা হল এ যাবত কালের বানানো সবচেয়ে বড় প্যাসেঞ্জার শিপ ।

যদিও Allure ৫০ মিলিমিটারের মত বড় Oasis এর থেকে । এদেরকে বানানোর জন্য যে প্রজেক্ট হাতে নেয়া হয় তার নাম দেয়া হয় ''প্রজেক্ট জেনেসিস'' । এদেরকে অর্ডার দেয়া হয় 'একার ফিনইয়ার্ডস' থেকে ২০০৬ এর ফেব্রুয়ারীতে । বানানো শুরু হয় 'পারনো শিপইয়ার্ডে' ২০০৮ এর ফেব্রুয়ারীতে । শিপইয়ার্ডটি ফিনল্যান্ডে অবস্থিত।

শিপ দুটির নাম রাখার জন্য ২০০৮ এর মে তে একটি প্রতিযোগিতা করা হয় । ২০১০ এর ২৯ অক্টোবরে শিপ দুটো ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডস এর উদ্দেশে যাত্রা শুরু করে । এর আগে অবশ্য Oasis কে সাগরে নামানোর সময় টাগ বোট গুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । ফলে জাহাজের পোর্ট সাইডের সাথে ডকের সংঘর্ষ হয় । পরে অবশ্য ঠিক করে সময় মত ডেলিভারি দেয়া হয় ।

২০১০ এর ১১ নভেম্বরে Allure ফ্লোরিডায় পৌঁছে । একে অভ্যর্থনা জানানোর জন্য সাগর তীরে প্রচুর লোক জড় হয় । শিপের দৈর্ঘ্য হল ৩৬০ মিটার , প্রস্থ ৬৪ মিটার , উচ্চতা ৬৫ মিটার পানির লেভেল থেকে । ক্রুজিং স্পিড হল ২২ নট । এর গ্রস ওয়েট হল ২২৫,২৮২ টন এবং অ্যাকচুয়াল ওয়েট হল ১০০,০০০ টন যা আমেরিকার Nimitz-class এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সামান্য কম ।

এর ১৬ টা ডেকে ২৭০০ রুম আছে । ২৪ টা প্যাসেঞ্জার লিফট আছে । সর্বমোট গেস্টের সংখ্যা ৬,২৯৬ । ৮০ টা দেশ থেকে ২৩৮৪ ক্রু নেয়া হয়েছে । Allure এর সর্বমোট দৈর্ঘ্য হল ১১৮৭ ফুট ।

যা আইফেল টাওয়ার থেকে ১২৪ ফুট লম্বা । তিনটি ফুটবল মাঠের সমান এর দৈর্ঘ্য । এটি বোইং ৭৪৭ জেটলাইনার থেকে ৫.১১ গুন বড়। একে বানাতে ৫০০,০০০ আলাদা পার্টস লেগেছে । একে রং করতে ১৫৮,৫০৩ গ্যালন রঙ লেগেছে ।

বিনোদনের কোন অভাব নেই শিপে । ১৩৮০ সিটের থিয়েটার , আইস স্কেটিং , সুইমিং পুল ,রেস্টুরেন্ট ,বার , স্পা , রক ক্লাইম্বিং ওয়াল , বাস্কেটবল কোর্ট , মিনি গলফ কোর্স আরও কত কি । এতে আছে প্রথমবারের মত সাগরে ভাসমান পার্ক যাতে ১২০০০ উদ্ভিদ এবং ৫৬ টা গাছ আছে । সাতটা বিভিন্ন থিমের এলাকা আছে যাদের নেইবারহুড বলা হয় । মোটকথা আপনি যেন বোরিং ফিল না করেন ।

আপনাকে আনন্দ দানের জন্য সব রকমের আয়োজনই করা হয়েছে । ক্রুজিং এর চরম আনন্দ পেতে হলে একটি বারের জন্য হলেও আপনাকে যেতে হবে সবচেয়ে বড় এই প্রমোদতরী Allure of the Seas এর কাছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।