আমাদের কথা খুঁজে নিন

   

নারী, তুমি নদীর পাললিক ভূমি

শাফিক আফতাব------------ নারী, তুমি নদীর পাললিক ভূমি তুমি মৃত্তিকার উর্বরতা তোমার গভীরে ফলা তুলে আবহমান কৃষক বোনো বীজ এক অলৌকিক কারিগরের নির্মাণে ফলে ওঠে ধান আর ধান সেই ধানের ছড়ায় লেগে থাকে ভালোবাসা নারী তাই তুমি ভালোবাসার আধার। নারী তুমি ক্লান্তিনাশক,শক্তিবর্ধক সারিবাদি সালসা তোমার স্পর্শে বখাটে, সন্ত্রাসী আর দুর্নীতিবাজ মানুষের মিছিলে যায় নারী, তুমি এক পরম ঘুমের আধার তোমার স্পর্শে ফুলেরা পাঁপড়ি মেলে নারী তুমি পাললিক ভূমি তোমার গভীরে ফলা তুলে আবহমান কৃষক বোনো বীজ তাই থেকে জন্মে ধান প্রেম ভালোবাসা তাই আমাদের পুরুষ সকলের বাঁচার আশা।............. ২৯.০৬.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.