আমাদের কথা খুঁজে নিন

   

আজব ফল - ফটোব্লগ

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । আখাউরা রেল ষ্টেশন ছেড়ে রেল লাইন ধরে চট্টগ্রামের দিকে আনুমানিক দুই কিলোমিটার গেলে যে গ্রাম পড়বে তার না নাম দেবগ্রাম ।

এই দেবগ্রামেই দেখলাম এই আজব ফল । প্রথমে এটা কি জিনিস তা নিয়ে আমরা ভাবছিলাম । আমাদের ভাবনার অবসান ঘটাতে পাশের বাড়ি থেকে দু'জন মহিলা বের হয়ে এসে জানাল এটা একটা ফল । নাম তোতা ফল । আমরা এই ফল খেয়ে মরে যাব কিনা জিজ্ঞাসা করিতেই গাছ থেকে ফল ছিড়ে নিজেরা খেতে থাকে, সেই সাথে আমরা ও খেলাম ।

ফলটা প্রথমে সবুজ থাকলেও পর্যায়ক্রমে তা গোলাপী কমলা ও কাল বিভিন্ন রং ধারণ করে, সর্বশেষ পেকে কালো জামের রং হয়ে যায় । কাঁচা অবস্থায় টক হলেও পুরো পাকা ফলটা খেতে হুবহু স্ট্রবেরী ফলের স্বাদ । কাঁচা ফল ডালের সাথে দিয়েও নাকি রান্না করা হয় । বাংলাদেশের আর কোথাও এই ফল আছে কিনা আমার জানা নাই । তোতা ফলের পাতা দেখতে অনেকটা তুতগাছের পাতার মতো ।

ফলগুলো দেখতে অনেকটা বিছের মতো....... কাঁচা পাকা ফল  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।