আমাদের কথা খুঁজে নিন

   

"ছাত্ররাজনীতি"কতটা প্রয়োজনীয় ????????????

ছাত্রলীগ,ছাত্রদল,ছাত্রশিবির,ছাত্র ইউনিইয়ন............. এইরকম অনেকগুলো নামের সাথে পরিচিত হলাম ক্যাম্পাসে আসার পর থেকে এরা সবাই ছাত্র কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় করছে এই রাজনীতি। এর ফলে তাদের মুনাফা হচ্ছে ক্লাস না করেও পরিক্ষায় পাশ,কিছু উপরি ইনকাম। আর পরিনামে আমরা উপহার পাচ্ছি রক্তেমাখা কিছু নিরীহ ছাত্রের(আমাদের ছাত্র ভাইদের)লাশ,কখনো বা কেউ হয় নিখোঁজ। কালো টাকা নিয়ে তাদের মধ্যে হয় মারামারি। কারো মাথায় বারি,কারো মাথায় গুলি,এভাবেই শেষ হয়ে যাচ্ছে অনেক মেধাবী ছাত্রের জ়ীবন।

হয়তো অনেকেই পূর্বে এ নিয়ে অনেক লিখালিখি করেছে ,কিন্তু কোনো কাজ হয়নি আমি লিখছি তাতেও হবে না জানি। তারপরেও লিখা ,মনের ব্যাথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। একবার ভেবে দেখুন আমরা যারা ছাত্র সবাই একই বৃক্ষের পাতা,সেই বৃক্ষ হল "জ্ঞাণের বৃক্ষ"। আমাদের কথা,দাবী,প্রতিবাদ সবই একই সুরে । কিন্তু হায় তা আর হলো না ।

হচ্ছে না কিছু সুবিধাবাদী লোকের জন্য ,যারা নিরীহ ছাত্রদেরকে ব্যাবহার করছে নিজের কাজে। ছাত্ররা মারছে আরেক ছাত্রকে,কিন্তু যখন ছাত্র রাজনীতি ছিলো না, তখন কোনো ছাত্র অন্য কোন ছাত্রের গাঁয়ে হাত তোলেনি। ভাবছেন আমি রাজনীতির বিপক্ষে, না, রাজনীতি করবে আজকের ছাত্ররাই,তারাই হাল ধরবে আমার মাতৃভূমির তবে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর । এমন দিন কি আসবে না যে সব ছাত্ররা আবারো একটি দেহে পরিনত হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।