আমাদের কথা খুঁজে নিন

   

এই অবস্থায় গুগল আর ইউটিউব ব্যবহার করা অবশ্যই সকল বাঙ্গালির জন্য লজ্জার!!! অবশ্যই কিছু করতে হবে...

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী যারা আছেন তাদের মাঝে এমন কেউ নেই যে দিনে অন্তত একবার গুগলিং করেন না। কখনও কোন তথ্যের জন্য সার্চিং, কখনও বা পছন্দের বই-গান এর জন্য।

মোদ্দা কথা, যে কোন প্রয়োজনে একটাই কথা গুগলে সার্চ করো। কিন্তু কখনও গুগলে "bangladesh" লিখতে গিয়েছিলেন?? দেখেছেন কি আসে সার্চিং অপশনে? "bangla" পর্যন্ত লিখতেই চারটা অপশন চলে আসে। এর মাঝে প্রথমটা হলো "bangla choti". আর "bangladesh" আসে দুই নাম্বারে। তার মানে হলো গুগলে কেউ যদি বাংলাদেশ লিখে সার্চ দেয়, কোন বিদেশীর যদি জানতে ইচ্ছে হয় বাংলাদেশ দেশটা সম্পর্কে তাহলে bangladesh এর আগে তিনি bangla choti নামক একটা অপশন পাবেন। তার মানে তার বুঝতে অসুবিধা হবে না যে বাংলাদেশ সম্পর্কে গুগলে সবচেয়ে বেশী খোজ করা হয় "বাংলা চটি"।

আর চটি কি সেটা বুঝতে যদি তিনি সাইটগুলোতে ঘুরেই আসেন তাহলে ততক্ষণে আর বাংলাদেশ সম্পর্কে জানার ইচ্ছে কিংবা কৌতুহল কোনটাই থাকবে না তার। কি লজ্জা!!! আর ইউটিউবের ব্যাপার তো আরও ভয়ঙ্কর। ইউটিউবে অবশ্য শুধু "bangla" লিখলেই bangla choti টাইপ কিছু আসে না। ইউটিউবে পুরো বাংলাদেশই লেখা যায়। কিন্তু সার্চ বক্সে bangladesh লেখার পর প্রথম দুইটা অপশন সবচেয়ে নোংরা আর বিশ্রী।

কি আসে দেখে নিন। মুখে বলতে ইচ্ছে করছে না। নিশ্চয় বিদেশীরা ইউটিউবে বাংলাদেশ সম্পর্কে এসব খুজবে না। যারা খুজে তারা বাংলাদেশীই। আর বাংলাদেশ নিয়ে কোন ভিডিও যদি কেউ খুজতে যান তাহলে আপনাকে প্রথম দুইটা অ্পশন দেখে যেতে হবে।

যেখানে ইউটিউবে বিউটিফুল বাংলাদেশের মত ভিডিও আপলোড করা আছে!! লজ্জাটা আসলে আমাদের। আমরা যারা নিজেদের অনলাইন এক্টিভিস্ট/ব্লগার বলে পরিচয় দেই। যদিও অনেকে বলবেন আমিতো আর এমন কিছু সার্চ করি না। কিন্তু বাংলাদেশ সম্পর্কে অজ্ঞ কোন ব্যক্তি কিন্তু সেটা বুঝবে না। তাই প্রত্যেকটা বাঙ্গালি যারা অনলাইনে কিছু সময় কাটান , যারা গুগল ইউটিউব ব্যবহার করেন তারা পরামর্শ দিন।

কিভাবে গুগল আর ইউটিউবে কেউ বাংলাদেশ লিখে সার্চ করলে সে বাংলাদেশ সম্পর্কেই কিছু জানতে পারে। আমরা অবশ্যই একটা স্টেপ নিব এই কলঙ্ক ঘুচাতে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।