আমাদের কথা খুঁজে নিন

   

গিটার কিনতে যাব কোন সাজেশান দিবেন?

কাল -পরসু গিটার কিনতে যাব, অ্যাকুস্টিক গিটার কিনবো। বাজারে তো অনেক ব্র্যন্ড আছে, কোনটা কিনলে ভাল হবে? গিবসন যেগুলো পাওয়া যায় সেগুলো একেতো ইন্ডিয়ান, বাজে মাল। তার উপর দেখতে কোন রকম মানের হয়। আমার দুই একটা ফ্রেন্ডের আছে তো তাই বললাম। গডসন কেমন? কাস্টম গিটার গুলাতো ভালই মনে হয়।

আমি মনে হয় কাস্টমই কিনবো। আমার বাজেট ৫০০০-৭০০০ টাকা। কোনটা ভাল হবে? জানান। আর দামাদামি কিভাবে করতে হবে? সায়েন্স ল্যাব ভাল হবে জানি। পারলে হেল্প করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।