আমাদের কথা খুঁজে নিন

   

।। আমার ফাঁসী চাই ।।

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি । । আমার ফাঁসী চাই ।

। ...দোলন মাহমুদ... আমি বাংলার আম-জনতা মহামান্য আদালত, আমার ফাঁসী চাই। আর কত ধুকে ধুকে মরা, ফুটপাতে পরে থাকি আমি বে-ওয়ারিস লাশ হয়ে, কোন পাস বিহীন চালকের গাড়ির চাকাড় তলে অবহেলে পিষ্ট হই হরদম। আমি বাংলার আম-জনতা মহামান্য আদালত, আমার ফাঁসী চাই। ।

কতটুকু চাওয়া ছিল আমার জীবনের মৌলিক অধিকারে, আর প্রাপ্তিই বা কি পেলাম দ্বায়ীত্ব গ্রহিত সরকার থেকে। না কি প্রাপ্তি বড় কিছু নয় আম-জনতা কাতারে জন্মটাই ছিল মহা-পাপ। আমি বাংলার আম-জনতা মহামান্য আদালত, আমার ফাঁসী চাই। । ছিঁ ছিঁ ছিঁ.. কাকে দিব প্রতিষ্ঠিত পরিচায়কদের না কি আমাকে, যদি আমি হতাম কোন স্বু-নাম ধন্য ব্যক্তিত্ত, তাহলে কত লেখা-লেখি কত আলোচনা, কত বিক্ষোভ, কত প্রতিবাদ।

অথচ আমিতো আম-জনতা আমি নদীতে ডুবে মরা শত শত লাশ। তাতে কার কি আসে যায় সচেতন দাম্ভিক কলমিগন তারাতো প্রেমো মোহে অথবা দালালীর লিখাপটে ব্যাস্ত। আমি বাংলার আম-জনতা মহামান্য আদালত, আমার ফাঁসী চাই। । ক্ষমতা দখলের বিক্ষোভ চলবে মার খাবে আম-জনতা, পূঁজিবাদের পূজিঁ লাগবে সব হাড়াবে আম-জনতা, প্রতিষ্ঠিত, রাজনৈতিক ও ভন্ড প্রশাসনিকদের পৈষাচিক খুধা মিটাতে হবে সম্ভ্রম হাড়াবে আম-জনতা, উচ্চ মহলের সৌজন্যমুলক চাঁপ আসবে প্রশাসনে গ্রেফতার হবে আম-জনতা, এ যেন বিশ্বের এক অভিষপ্ত পাপের নাম.. আম-জনতা।

আমি বাংলার আম-জনতা মহামান্য আদালত, আমার ফাঁসী চাই। । আর শোষিত হতে চাই না আর ধুকে ধুকে মরতে চাই না আর বে-ওয়ারীস লাশ হতে চাই না আর সম্ভ্রম, ইজ্জত হাড়াতে চাই না আর নদীতে ডুবে নিখোঁজ হতে চাই না আর কুকুরের জীবন চাই না আর কোন মৌলিক অধিকার চাই না শুধু আমি এইটুকু বলতে চাই... আমি বাংলার আম-জনতা মহামান্য আদালত, আমার ফাঁসী চাই আমার ফাঁসী চাই আমার ফাঁসী চাই। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।