আমাদের কথা খুঁজে নিন

   

বিল তুলতে সংসদে যাব: ফারুক

ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন। সংসদের কেন্টিনের আলুর চপ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ফারুক বিশেষ মতিবেদক বিল তুলতে সংসদে যাবেন বলে ঘোষনা দিয়েছেন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক। আজ এক সংবাদ সম্মেলনে ফারুক বলেন, আমরা সংসদে যেতে চাই। কিন্তু বাকশালী সরকার চায় না আমরা সংসদে যাই।

তারা চায় আমরা মুসা নবীর উম্মতের মত পথে পথে ঘুরি। গাড়িতে চড়ে লং মার্চ করি। এই সরকার চায় আমরা বিভিন্ন সড়ক ও সেতুতে টোল দিয়ে দিয়ে ফকির হয়ে যাই। কিন্তু আমি তাদের জানিয়ে দিতে চাই, বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখা ফকির নয়। আমাদের টাকা আছে।

বিএনপি রাজনীতি করতে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে দাবি করে জয়নাল আবদীন ফারুক বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। নব্বই সালে গনতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে বেগম খালেদা জিয়া পাকিস্তান, ভারত, সৌদী আরব, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেছেন। এক প্রশ্নের জবাবে জয়নাল আবদীন ফারুক বলেন, আমরা টাকা মালয়েশিয়া ও সৌদী আরবে পাচার করিনি, তা নিরাপদে জমা রেখেছি মাত্র। তা না হলে বাকশালী তান্ডবে সেই সব ডলার ও পাউন্ড পুড়ে ছারখার হয়ে যেত। আপনারা আমাদের আবার ভোট দিয়ে ক্ষমতায় পাঠান, আমরা সেইসব টাকা আবার দেশে ফিরিয়ে এনে খরচ করব।

সংসদের কেন্টিনের খাবারের মান অত্যন্ত খারাপ উল্লেখ করে জয়নাল আবদীন ফারুক বলেন, সেখানে সিংগারা সমুচা মুখে দেয়া যায় না। আলুর চপ খেয়ে আমি একবার মরনাপন্ন হয়ে পড়েছিলাম। পাউরুটি দিয়ে কলা ও সিদ্ধ ডিম খেয়ে সংসদ চালান সম্ভব নয়। নষ্ট স্পীকারের কারনে আমাদের কথা শুনা যায় না। খালি গলায় বক্তৃতা দিতে হলে সংসদে কেন্টিনের মান উন্নত করতে হবে।

ফারুক রুপসী বাংলা হোটেল থেকে সংসদে খাবার সরবরাহ করার আহ্বান জানান। তত্তাবধায়ক সরকারের বিল তুলতে সংসদে যাবেন কি না, এ প্রশ্নের জবাবে ফারুক বলেন, ঐসব বিল তুলার সময় আমাদের নাই। আমরা সংসদে যাব আমাদের বেতন, ভাতা, গাড়ির তেল এইসবের বিল তুলতে। তিনি বলেন, এই বিল বিল না আরও বিল আছে। সূত্র: দৈনিক মতিকণ্ঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।