আমাদের কথা খুঁজে নিন

   

লাল বেদনা

নীল বেদনা দেখেছে সকলে লাল বেদনা দেখেছে কে? সাদা শুভ্র আকাশে বাসা বাঁধে ছোট্ট নীল কস্টের ভাইরাসগুলো সময়ের সাথে সাথে কস্টগুলো রং ছড়ায় নীল পরিণত হয় গাড় নীলে তুমি চলে যাবার কালে। তারপর কস্টেরা রঙ্গের পাখা মেলতে থাকে আস্তে আস্তে বেগুনী হতে হতে কস্টের নীল ভাইরাসগুলো পরিণত হয় লালিমার লালে বিস্ফোরিত হয় হৃদয় ছিড়ে দিয়ে তোমায় হারিয়ে, তোমায় হারিয়ে রক্তের লোহিত কণাগুলিতে বাসা বাঁধে যেন ক্যান্সারের জীবানু হয়ে। মস্তিস্কের মাঝে কেমন এক শুন্যতা কাজ করে গাড় টকটকে লাল কস্টগুলি মিলেমিশে আমি চেয়ে চেয়ে দেখি নীল থেকে লাল হয়ে যাওয়া বেদনাগুলিকে বোধশুন্য হয়ে। লাল বেদনা খেলা করে আমার মস্তিস্কের অনুকোষ জুড়ে অপেক্ষায় বসে আছি লাল ভাইরাসের তান্ডব দেখব বলে। লোহিত কণিকাগুলো কবে খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে ধীরে ধীরে পড়ে থাকবে শুধু ঐ অনুচক্রিকাগুলো বোধের অবসানের চিরমুক্তির কালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।