আমাদের কথা খুঁজে নিন

   

"দ্য ওয়ার্ক অফ হাল-চাষ ক্যান্ট বি ডান উইদাউট এ বলদ। ইটস আ ব্যপার অফ সাধারণ সেন্স ।"

বাংলাদেশের সবচেয়ে হাস্যকর তদন্ত কমিটিগুলো সম্ভবত বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়।ঘটনা ঘটার পর যত দ্রুত গতিতে এসব গঠিত হয়।আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা কোন এক জায়গাতে বসে সবাইকে আহবান জানান সাক্ষ্য দিতে।কিছুদিন পর তার চেয়েও ধীর গতিতে ঐ কমিটি তার রিপোর্ট জমা দেয়,সেটার মাথা মুন্ডু সম্ভবত এফ বি আই,সি আই এ-ও বের করতে পারবে না।অথবা উইকিলিক্স সেটা লিক করতে গিয়ে পুরো সিস্টেমসহ ক্র্যাশ করবে।সেই রিপোর্টের ফাইলে অনেক পরিবারের কষ্টের কান্না আর তেলাপোকার ডিম ছাড়া আর কিছু পাওয়া যায় না। চবির সর্বশেষ ঘটনায় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা করেছে। অথচ চাইলেই ঐদিনের ঘটনায় কারা জড়িত ছিল তাদেরকে প্রমাণসহ ধরা কি খুব কঠিন কিছু?পত্রিকা,বিভিন্ন অনলাইন নিউজ সাইটে যাদের ছবি এসেছে তাদেরকে কি ধরা যায় না? গোয়েন্দাগিরি করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ নয়,তাঁরা সেটা পারবেনও না, "দ্য ওয়ার্ক অফ হাল-চাষ ক্যান্ট বি ডান উইদাউট এ বলদ। ইটস আ ব্যপার অফ সাধারণ সেন্স ।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।